বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন অনেকেই। যেখানেই যান, ঘর সাজানোর জিনিস দেখলে কিনে ফেলেন? ফুলদানি, শোপিস , চাবির রিং থেকে রকমারি জিনিসপত্র কিনতে কিনতে শো-কেস বোঝাই করে ফেলেছেন? নতুন জিনিসপত্র রাখার জন্য নতুন আলমারি তৈরি খরচসাপেক্ষ তো বটেই, একই সঙ্গে তা রাখার জন্য বাড়তি জায়গাও চাই।
তাই ঘরের আনাচকানাচে যোগ করতে পারেন ছোট-বড় নানা রকম তাক। বই থেকে শৌখিন জিনিস সহজেই সাজিয়ে রাখতে পারবেন সেখানে।
উডেন সেল্ফ বা তাক: কাঠ বা প্লাইউড দিয়ে ঘরের কোনও ফাঁকা দেওয়ালে তৈরি করে নিতে পারেন সুদৃশ্য তাক। দেওয়াল এবং প্রয়োজন অনুযায়ী তার মাপ ঠিক করতে পারেন। অনলাইনেও এই ধরনের একটি বা একাধিক সেল্ফ বা তাকের সেট পাওয়া যায়।
কর্নার ওয়াল সেল্ফ: ঘরের কোণও এই কাজে লাগাতে পারেন। কোণের জন্যই বিশেষ ধরনের তাক পাওয়া যায়। আবার মাপমতো তা তৈরিও করতে পারেন। এই ধরনের তাকে ছোট-বড় যে কোনো জিনিস সাজিয়ে রাখা যায়।
ল্যাডার সেসেল্ফ বা মইয়ের মতো তাক: কাঠ, প্লাস্টিকের মইয়ের মতো তাক ঘর সাজাতে বেছে নিতে পারেন। বিভিন্ন গাছ, ফুলদানি, শোপিস সুন্দর করে এই ধরনের তাকে সাজিয়ে রাখা যায়। লম্বা, ছোট, সরু, মোটা ঘরের জায়গা অনুযায়ী এই ধরনের তাক তৈরি করে নিতে পারেন।