প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২:৫২ পিএম (ভিজিটর : )
বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এলো চ্যাটজিপিটি। নতুন বছরে নতুন চমক দিতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ থেকেই দিব্যি কথা বলা যাবে চ্যাটবটের সঙ্গে। তাকে ফোন করা যাবে, মেসেজেও প্রশ্ন করা যাবে। আর সবই হবে একদম বিনামূল্যে।
হোয়াটসঅ্যাপে মেটার নিজস্ব এআই চ্যাটবট রয়েছে। কিন্তু এবার ওপেনএআই-এর চ্যাটজিপিটিকে একসঙ্গে করে ফেলার সিদ্ধান্তে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
কৃত্রিম মেধার দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে ইলন মাস্ক স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণা সংস্থা ‘ওপেনএআই’। কৃত্রিম মেধা দিয়ে তারা তৈরি করে ফেলেছে এক আশ্চর্য সফটওয়্যার, নাম চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চ্যাটজিপিটির। যে কোনও জটিল প্রশ্নের উত্তরই তার ঠোঁটস্থ। নিমেষে হাজার হাজার শব্দ লিখে ফেলা বা জটিল ধাঁধার উত্তর দিয়ে দেওয়া তার কাছে অতি সামান্য বিষয়।
চ্যাটজিপিটির প্রযুক্তিকে আরও উন্নত করে তুলতে ‘ওপেনএআই’-এর সঙ্গে হাত মিলিয়েছে মাইক্রোসফট বিভিন্ন প্ল্যাটফর্মে চ্যাটজিপিটিকে পৌঁছে দিতে চলছে নিরন্তর প্রয়াস। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও চ্যাটজিপিটিকে সাধারণের নাগালে নিয়ে আসার জন্যই এই প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।
চ্যাটজিপিটিতে মেসেজ
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ১-১৮০০-২৪২-৮৪৭৮ এই নম্বর ব্যবহার করে চ্যাটজিপিটি চালু করা যাবে। প্রথমে নম্বরটি ফোনে সেভ করতে হবে। হোয়াটসঅ্যাপে বাকি নম্বরগুলির মতো সেই নম্বরটিকে খুললে একটি চেক-বক্স আসবে। সেখানে ক্লিক করলেই চ্যাটজিপিটি অন হবে। এরপর সেই নম্বরে গিয়ে সরাসরি চ্যাট করা যাবে। যে কোনও প্রশ্ন করলেই উত্তর আসবে। তবে কোনও ডেস্কটপ বা ফোনের মেমোরিতে সেভ করা কোনও ছবি আপলোড করা যাবে না। কোনও রকম ফাইলও আপলোড করা যাবে না। বিশ্বের যে কোনও জায়গা থেকেই এই সুবিধা পাওয়া যাবে।
চ্যাটজিপিটিতে ফোন
ফোন কলের সুবিধা কিন্তু কেবলমাত্র আমেরিকার নাগরিকদের জন্যই। টোল ফ্রি নম্বরটিতে ফোন করে কথা বলা যাবে। আলাদা করে ওপেনএআই অ্যাকাউন্ট থাকার দরকার পড়বে না। তবে কথা বলার সময় সীমিত। তা ১৫ মিনিটে বেঁধে দিয়েছে ওপেনএআই। অ্যাডভান্সড ভয়েস মোড ফিচারের সাহায্যে কথাবার্তা চালানো যাবে। ওপেনএআই জানিয়েছে, ইন্টারনেট সংযোগ না থাকলেও ঐ নম্বরটিতে ফোন করে বিনামূল্যে কথা বলা যাবে।