প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৩:০৭ পিএম (ভিজিটর : )
মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ট্রাম্পের নেয়া কর্মপরিকল্পনা আর চীনের প্রবৃদ্ধি বাড়াতে দেশটির প্রেসিডেন্টের নেয়া পদক্ষেপের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। এর ফলে চলতি বছরজুড়েই বাড়বে অপরিশোধিত জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাসসহ সব ধরনের জ্বালানির দাম।
সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে নিউইয়র্কভিত্তিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকনোমিকস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ট্রাম্পের নেয়া কর্মপরিকল্পনা আর চীনা অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেয়া পদক্ষেপের পর থেকেই বিশ্ববাজারে চাহিদা বেড়েছে জ্বালানির। বিনিয়োগকারীদের বাড়তি মনোযোগ পাওয়ায় ২০২৫ সাল জুড়েই সব ধরনের জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকবে।
ট্রেডিং ইকনোমিকসের হালনাগাদ তথ্য, শুক্রবার সকালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট কেনাবেচা হয়েছে ৭৩ দশমিক ৪০ ডলারে। সপ্তাহ ব্যবধানে এই জ্বালানি তেলের দাম বেড়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ।
পূর্বাভাস বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে এই দাম ৭৩ ডলার পার করার পর দ্বিতীয় প্রান্তিকে ঠেকবে ৭৫ দশমিক ০৪ ডলারে। পরের দুই প্রান্তিকেও দাম আরো বেড়ে ডিসেম্বরে যা দাঁড়াবে ৭৮ দশমিক ৫২ ডলারে। আরেক অপরিপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের বর্তমান দাম ৭৬ দশমিক ১৮ ডলার থেকে লাগাতার বেড়ে বছর শেষে ৮১ ডলার ছাড়াবে।
শুক্রবার সকালে এক গ্যালন গ্যাসোলিন বিশ্ববাজারে বেচাকেনা হয়েছে ২ দশমিক ০৬ ডলারে। সেই গ্যাসোলিনের দাম ধারাবাহিকভাবে বেড়ে বছর শেষে ২ দশমিক ২২ ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে ট্রেডিং ইকনোমিকস।
কয়লার দামও বাড়বে ২০২৫ সাল জুড়েই। প্রতিটন কয়লা শুক্রবার সকালে লেনদেন হয়েছে ১২৪ দশমিক ৬০ ডলারে। এক মাসের ব্যবধানে এই জ্বালানির দাম ৭ দশমিক ৮১ শতাংশ কমলেও আগামী ডিসেম্বরে বিশ্ববাজারে প্রতি টন কয়লা বেচাকেনা হবে ১৩৪ দশমিক ৬৭ ডলারে।
এক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটস বা ২৮ দশমিক ২৬ ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের বর্তমান দাম ৩ দশমিক ৬৬ ডলার পড়লেও প্রতি প্রান্তিকেই একটু একটু করে বেড়ে বছর শেষে তা ৪ দশমিক ৫৮ ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস ট্রেডিং ইকনোমিকসের।