প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১২:১৯ পিএম (ভিজিটর : )
মহানগর’ সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে ওটিটি দুনিয়ায় রীতিমত হৈ চৈ ফেলেছিল মোশাররফ করিম। এবার সিরিজ নয়, রূপালি পর্দার গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে আসছেন তিনি। সিনেমার নাম ‘চক্কর ৩০২’। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। সম্প্রতি তার প্রথম সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে বলে জানান নির্মাতা।
‘চক্কর ৩০২’ সিনেমার ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করে শরাফ আহমেদ জীবন বলেন, “কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরো একটি ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা চক্কর ৩০২। দেখা হচ্ছে খুব শিগগিরই।”
‘চক্কর ৩০২’ সিনেমার প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। তার বিপরীতে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে। অভিনেত্রী বলেন, ‘চক্কর সিনেমায় আমি মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। গল্পে আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ।’
শরাফ আহমেদ জীবন জানান, চক্কর মানবিক স্পর্শের গল্প। সরকারি অনুদানের সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে সিনেমাটি বানানোর চেষ্টা করেছি। সিনেমায় গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে। মূলত খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প এতে উঠে এসেছে। সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে।
সিনেমাটি মুক্তির বিষয়ে নির্মাতা বলেন, ‘সামনে বড় কোনো উৎসবে ‘চক্কর ৩০২’ মুক্তির পরিকল্পনা করেছি।’
‘চক্কর ৩০২’ সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকার অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরে পরিবর্তন করে রাখা হয় ‘চক্কর ৩০২’।