প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১১:৩৮ এএম (ভিজিটর : )
ইলিশ সুস্বাদু মাছ। এই মাছের যেকোনো রেসিপি খেতে বেশ সুস্বাদু হয়। বিশেষ করে ইলিশ মাছের সঙ্গে বেগুন দিয়ে ঝোল রান্না করলে খেতে দারুণ হয়। তবে সেজন্য সঠিক রেসিপি জানতে হবে।
চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ
ইলিশ মাছ-৬ টুকরা
বেগুন-২টি
হলুদ গুঁড়া-২ চা চামচ
মরিচ গুঁড়া-১/২ চা চামচ
জিরা গুঁড়া-২ চা চামচ
কাঁচা মরিচ-৫টি
কালো জিরা-১/২চা চামচ
পেঁয়াজ বাটা-১/২ চা চামচ
রসুন বাটা-১/২ চা চামচ
সর্ষের তেল-প্রয়োজনমতো
লবণ-স্বাদমতো।
প্রণালি
প্রথমে মাছগুলো ধুয়ে লবণ, হলুদ গুঁড়া দিয়ে একটু আলতো হাতে মেখে রেখে দিন। তারপর বেগুনগুলো লম্বা করে কেটে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে।
এবার মাছগুলো নিয়ে তাতে একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, সর্ষের তেল ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে উপর দিয়ে ৩টি কাঁচামরিচ দিয়ে দিন। এবার একটি কড়াইয়ে অল্প তেল দিয়ে গরম হলে তাতে ২টি কাঁচা মরিচ ও কালো জিরা ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিন।
কষানো হয়ে এলে যতটা ঝোল খাবেন সেই পরিমাণে পানি দিয়ে ভেজে রাখা বেগুন গুলো ও পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো ভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল।