প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১১:২০ পিএম (ভিজিটর : )
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন। মঙ্গলবার রাত ৮টা ১৩ মিনিটে গুলশানে নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে।
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপার্সন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া লন্ডন পৌঁছানোর পর সরাসরি ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন এবং পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত অনুযায়ী তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হতে পারে।
এদিকে, খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকেল থেকেই তার বাসভবন ও আশপাশে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী জমায়েত হন। তার বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এ সময় তাদেরকে খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী, র্যাব, এপিবিএন এবং আনসার বাহিনীর সদস্যরা বিমানবন্দরের পুরো এলাকা ঘিরে অবস্থান নিয়েছেন। এর ফলে বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটে সাধারণ যাত্রীদের জন্য বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চার বছর গৃহবন্দি থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।