ইসলাম ধর্মে পবিত্রতা অর্জনের মাধ্যম ও ফজিলতপূর্ণ একটি আমাল হলো ওজু। হাদিসে বর্ণিত আছে, ওজু করলে গুনাহ ঝরে যায়।
নামাজ, পবিত্র কাবা শরিফ তাওয়াফ, কোরআন স্পর্শ করার জন্য ওজু অবস্থায় থাকা বাধ্যতামূলক। তবে জিকির, তেলাওয়াতসহ অনেক আমল ওজু ছাড়াও করা যায়, কিন্তু ওজু অবস্থায় করলে সওয়াব বেড়ে যায় অনেক গুণ। আবার কোনো আমলের উদ্দেশ্য ছাড়াও ওজু করা, ওজু অবস্থায় থাকা সওয়াবের কাজ। বিভিন্ন হাদিসে ওজু অবস্থায় ঘুমানোরও ফজিলত বর্ণিত হয়েছে।
ওজু করলে গুনাহ ঝরে যায়। ওজুর কারণে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন, বান্দার মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যায়।
অর্থ: ‘যখন কোনো মুসলমান বান্দা ওজু করে এবং তার চেহারা ধুয়ে নেয়, তখন তার চেহারা থেকে পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার চোখ দিয়ে কৃত সব গুনাহ বের হয়ে যায়; যা সে চোখ দিয়ে দেখেছে। যখন সে তার দুই হাত ধৌত করে, তখন তার দুই হাত দিয়ে করা গুনাহ পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়; যা তার দুই হাত দিয়ে ধরার কারণে সংঘটিত হয়েছে। সে যখন তার দুই পা ধৌত করে, তার পা দিয়ে কৃত গুনাহ পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়; যে পাপের জন্যে তার দুই পা হেঁটেছে। এভাবে সে সব গুনাহ থেকে পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে যায়। (সহিহ মুসলিম: ২৪৪)