রাজধানীর মতিঝিলে চিহ্নিত ছিনতাইকারী এলএক্স সবুজসহ (২২) তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতার অন্য দুইজন হলো— মো. সেলিম মিয়া (৩৩) ও মো. আরিফুল ইসলাম হৃদয় (১৯)।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিসি তালেবুর রহমান জানান, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে মতিঝিলের কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে বুধবার (৮ জানুয়ারি) রাতে মতিঝিলে অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত এল এক্স সবুজ, সেলিম মিয়া ও আরিফুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত এল এক্স সবুজের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানা, মতিঝিল থানা, পল্টন থানা ও বংশাল থানায় ছিনতাই, ডাকাতি ও দ্রুতবিচার আইনে চারটি মামলা রয়েছে।