প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৪:১৮ পিএম (ভিজিটর : )
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে লন্ডনে যেতে দেয়নি বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার কথা ছিল।
ইমিগ্রেশনের সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নিপুণকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। লন্ডনে যেতে না পেরে তিনি সিলেট থেকে ঢাকায় চলে যান।
সিলেট ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর ই বাহার বলেন, ‘চিত্রনায়িকা নিপুণের সিলেট ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনে যাওয়ার কথা ছিলে। তার লন্ডনে যাওয়ার ব্যাপারে গোয়েন্দা সংস্থার আপত্তি থাকায় তাকে যেতে দেওয়া হয়নি।’
ওসি আরও জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে লন্ডনে যেতে দেওয়া হয়নি।