প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২:২৬ পিএম (ভিজিটর : )
চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নতুন কিছু শারীরিক পরীক্ষা শুক্রবার সম্পন্ন হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান। তবে এখন পর্যন্ত যে টেস্টগুলোর ফলাফল হাতে এসেছে সেগুলোর ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।
এদিকে, গতকাল বৃহস্পতিবারের মতো শুক্রবারও দুপুর থেকে বিএনপির নেতাকর্মীরা সেন্ট্রাল লল্ডনে অবস্থিত দ্য লন্ডন ক্লিনিকের আশপাশের এলাকায় ভিড় করে। এ হাসপাতালেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। আগের দিনের মতো শুক্রবারও খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের জন্য বাসা থেকে রান্না করা খাবার নিয়ে স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাথে নিয়ে হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় খালেদা জিয়ার সফরসঙ্গী, বিএনপি নেতা এনামুল হক চৌধুরী ও তাবিথ আউয়ালকে খাবারের বক্সগুলো তারেক রহমানের হাত থেকে এগিয়ে নিতে দেখা যায়। তারা দীর্ঘসময় হাসপাতালে বেগম জিয়ার শয্যাপাশে অবস্থান করেন। এদিকে তারেক রহমানকে সালাম জানাতে, সাক্ষাৎ পেতে শুক্রবারও বিপুল সংখ্যক মানুষ হাসপাতালের সামনে জড়ো হন।