প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১:৫২ পিএম (ভিজিটর : )
হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে আবারও শক্তি প্রদর্শন করলো উত্তর কোরিয়া। এবার নিজেদের পূর্ব উপকূলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সিউলের জয়েন্ট চিফ অব স্টাফের (জেসিএস) কার্যালয় থেকে বলা হয়, উত্তর কোরিয়ার জাগাং প্রদেশের কাংগিয়ে এলাকা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়।
জেসিএস থেকে বলা হয়, কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার ওপর হুমকি সৃষ্টি করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পরিস্থিতি বিবেচনা করা ব্যতিরেকেই হুটহাট ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উসকানি দিচ্ছে পিয়ংইয়ং। এ ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে তার সমুচিত জবাব দেওয়া হবে।
দক্ষিণ কোরিয়ার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক বলেছেন, এসব পরীক্ষামূলক উত্তক্ষেপণ চালিয়ে নিরাপত্তা পরিষদের শর্তভঙ্গ করেছে উত্তর কোরিয়া। পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা। নিশ্ছিদ্র আকাশ নিরাপত্তা জারি করার সিদ্ধান্ত নিয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তথ্য পাওয়ার করা নিশ্চিত করেছেন জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি বলেছেন, ওয়াশিংটন ও সিউলের সঙ্গে ক্ষেপণাস্ত্রের গতিপথ শণাক্তকারী তথ্য শেয়ার করবে টোকিও।
এর এক সপ্তাহ আগে, মাঝারি পাল্লার নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কয়েকদিন আগে এবার শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নিলো পিয়ংইয়ং। আগের মেয়াদে, উত্তর কোরীয় নেতা কিম জং উনকে কটাক্ষ করে দুই দেশের দ্বন্দ্ব উসকে দিয়েছিলেন তিনি।