প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম (ভিজিটর : )
শীতে তো বটেই, সারা বছরই ত্বক এবং চুলের যত্নে নারকেল তেলের বিকল্প নেই। তবে শীতকালে গোসলের আগে চুলে তেল ম্যাসাজ করতে গিয়ে দেখা যায় জমে শক্ত হয়ে গেছে তেল। এতে বোতল থেকে তেল বের করতে বেশ বিড়ম্বনা পোহাতে হয়। নারকেল তেলে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি বলে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসেই জমে যায়। জেনে নিন কিছু টিপস।
নারকেল তেলের বোতল এমন স্থানে রাখুন যেখানে রোদ পড়ে। রান্নাঘরে চুলার কাছেও রাখতে পারেন।যদি নারকেল তেল বারবার ব্যবহার করতে হয়, তাহলে নারকেল তেল অন্য যেকোনও তেলের সাথে মিশিয়ে রাখুন। এতে করে তেল জমাট বাঁধবে না।গরম পানির পাত্রে নারকেল তেলের বোতল কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। ৫ থেকে ৬ মিনিটের মধ্যে তেল গলে যাবে।