প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩:৪৯ পিএম (ভিজিটর : )
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিরাপত্তাবাহিনীর এক অভিযানে ২৭ বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির বালুচিস্তান প্রদেশের কাচি জেলায় সশস্ত্র গোষ্ঠীদের এক গোপন আস্তানায় সোমবার (১৩ জানুয়ারি) এই অভিযান পরিচালিত হয়। পাকিস্তান সেনাবাহিনীর বরাতে মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭ 'সন্ত্রাসী' নিহত হয়েছেন। নিরাপত্তাবাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর তারা বহু সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেক দিন ধরেই গ্রেফতারের জন্য তাদের খুঁজছে।
নিহত ব্যক্তি বা তাদের সংগঠন সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য ওই বিবৃতিতে দেওয়া হয়নি।
বালুচিস্তানে পাকিস্তানি তালিবানসহ একাধিক ছোট ছোট সশস্ত্র বিদ্রোহী দল সক্রিয় রয়েছে। সেখানে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। বালুচিস্তানকে স্বাধীন করার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন করে যাচ্ছে তারা।