প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৯:১৬ পিএম (ভিজিটর : )
আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। এর আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। বুধবার ইংলিশদের বিপক্ষে সুপার ওভারে দারুণ এক জয় তুলে নিয়ে মেয়েরা গড়লো নতুন ইতিহাস। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও জিতেছিল তারা।
কুয়ালালামপুরে প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান তোলে। রান তাড়া করতে নেমে শেষ বলে ১ রান দরকার ছিল বাংলাদেশের। তবে নিশিতা আক্তারের রানআউটে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এরপর ইংলিশ স্পিনার কোর্টিন কোলম্যানের ওভারে সাদিয়া আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে ১১ রান তোলে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ইংল্যান্ড ৯ রান তুলতে সক্ষম হয়। হাবিবা আক্তার দারুণ বোলিং করে ইংলিশ ব্যাটারদের রুখে দেন।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সুমাইয়া আক্তারের নেতৃত্বে দলটি খেলবে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপালের বিপক্ষে।