প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১০:৪৮ পিএম (ভিজিটর : )
গত বছরের অক্টোবরে সাফ জেতার পর থেকে 'শীতনিদ্রায়' ছিল জাতীয় নারী ফুটবল দল। এখন পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি। এমনকি অনুশীলনও ছিল না! আজ থেকে শীতনিদ্রা কাটিয়ে আবাসিক প্রস্তুতি শুরু হয়েছে সাবিনা খাতুনের দলের।
তবে প্রথম দিনে ৩১ জন খেলোয়াড়ের মধ্যে ১৩ জন উপস্থিত হয়েছেন। দিন তিনেকের মধ্যে অন্যরাও আসবেন বলে আশা দেখছে বাফুফে। আপাতত অনুশীলনের মধ্যে থাকবেন সবাই। ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে কোনও ম্যাচ খেলা হবে না। দল নাকি পাওয়া যাচ্ছে না। যদিও নেপালে চার জাতি টুর্নামেন্ট হচ্ছে।
এখন মার্চের উইন্ডোতে খেলার পরিকল্পনা। এর জন্য ১৩টি দেশকে চিঠি দেওয়া হয়েছে। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদমাধ্যমকে বলেছেন, 'আজ থেকে নারী দলের প্রস্তুতি শুরু হয়েছে সহকারী কোচদের অধীনে। হেড কোচ ঠিক হলে তখন তার অধীনে হবে সবকিছু। মার্চে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার জন্য এরই মধ্যে ১৩টি দেশকে চিঠি লেখা হয়েছে। আমরা দেশে কিংবা দেশের বাইরে ম্যাচ খেলবো।'
এদিকে ক্যাম্প শুরু হলেও ফুটবলারদের সঙ্গে নতুন করে মাসিক বেতনের চুক্তি ও সাফ জেতার পর দেড় কোটি টাকা বোনাস নিয়ে কোনও অগ্রগতি নেই।