প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১০:৪৯ পিএম (ভিজিটর : )
বিমানযাত্রী বেশে পেটের ভেতর করে পাচারকালে দুই হাজার ৯ পিস ইয়াবাসহ মো. শাহ আলম শেখ (৪১) নামের এক মাদককারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিট্রন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিজি-৪৩৪ ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে শাহ আলমকে বিমানবন্দরে বলাকা ভবনের উত্তর পাশ থেকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে গেলে— পাকস্থলীতে ইয়াবা পরিবহন করছে বলে স্বীকার করে।
এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৪১টি বস্তুর সন্ধান পায়। পরবর্তী সময়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ৪১ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। সেখানে দুই হাজার ৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
শাহ আলম দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান জানান, আগের চেয়ে বর্তমানে বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিমানবন্দর ঘিরে সব ধরণের অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।