প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১০:৫৮ পিএম (ভিজিটর : )
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের বিষয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত লিখিত আকারে না আসা পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।
বুধবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভার পর আন্দোলনকারী শিক্ষার্থী ও শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি।
রায়হান হাসান রাব্বি বলেন, সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যাবেন বলেছে। তারা বলেছে, তিন কার্যদিবসের মধ্যে কাজ নেবেন। আমাদের পূর্বের কথা মতো যতদিন কাজ সেনাবাহিনী লিখিত আকারে না নেবে, ততদিন ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলবে। তবে জরুরি পরিষেবাগুলো এর আওতামুক্ত থাকবে।
এরআগে সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প' শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) উপস্থিত ছিলেন।
পরে সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী তিন কার্যদিবসের মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে কাজের অগ্রগতির বিষয়ে কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, আগামী সপ্তাহে সেনাবাহিনীর সদস্যরা কেরানীগঞ্জের তেঘরিয়ায় গিয়ে জায়গা পরিদর্শন করে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ নিজেদের তত্ত্বাবধানে নেবেন। এছাড়া কাজের অগ্রগতির বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সচিবালয়ে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। তারা (সেনাবাহিনী) কাজটি নিতে সম্মতি প্রকাশ করেছেন।
কাজের অগ্রগতির বিষয়ে গঠিত কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানান উপাচার্য।
শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিয়ে উপাচার্য বলেন, পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেজড ভবনের কাজ দ্রুত শেষ করার বিষয়ে সেনাবাহিনী মৌখিকভাবে সম্মতি জানিয়েছে।