প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১১:০৩ পিএম (ভিজিটর : )
গত বছর মুক্তি পাওয়া টলিউডের অন্যতম সিনেমার মধ্যে ‘পদাতিক’ এগিয়ে থাকবে অনেকখানি। কারণ, এটি নির্মিত হয়েছে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবন ধরে। আরও কারণ, সিনেমাটি নির্মাণ করেছেন টলিউডের সবচেয়ে সফল নির্মাতা সৃজিত মুখার্জি আর তাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকার আলোচিত অভিনেতা চঞ্চল চৌধুরী।
সিনেমাটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পায়। কথা ছিলো একই সময়ে মুক্তি পাবে বাংলাদেশেও। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনে সেটি আর হলো না। ফলে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পেলো না। সেই অভাব এবার ঘুচতে যাচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দৌলতে।
উৎসবের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে ‘পদাতিক’। উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটি বিনামূল্যে দেখতে পারবেন দর্শক। এমনটাই নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
এদিন সিনেমা প্রদর্শন শুরুর আগে রয়েছে পরিচিতি পর্বও। যাতে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা সৃজিতসহ কলাকুশলীরা।
‘পদাতিক’-এ মৃণাল সেনের যুবক ও বয়স্ক-দুই চরিত্রে দেখা যায় চঞ্চল চৌধুরীকে। এতে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ।
উৎসবের অংশ হিসেবে এদিন (১৬ জানুয়ারি) আরও যে ছবিগুলো প্রদর্শিত হবে-