প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১০:২৮ পিএম (ভিজিটর : )
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। এনিয়ে দ্বিতীয়বার অবসর নিলেও সম্ভবত নিজের সিদ্ধান্ত আর বদল করবেন না। গুঞ্জন আছে, ব্যাট হাতে আর আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্রিকেটের সঙ্গেই থাকবেন তিনি। ক্রিকেট প্রশাসনে তাকে দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। যদিও তামিমের মুখ থেকে কখনোই এই ব্যাপারে কিছু জানা যায়নি। আজ ঢাকা ক্যাপিটালকে হারিয়ে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তামিম জানিয়েছেন, বলার মতো কোনও কিছুই নেই তার কাছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরের ম্যাচে ঢাকাকে হারানোর পর গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। বিসিবির নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জন প্রসঙ্গে বলেছেন, ‘এই মুহূর্তে বলার মতো অবস্থা নেই ভাই (ক্রিকেট প্রশাসনে আসা)।’
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও তামিম জানিয়েছেন, ফিটনেস ঠিক থাকলে বিপিএলসহ ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি, ‘এখন তো অবসরে, লিজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো। ওসব খেলবো। যদি প্রিমিয়ার লিগ হয় সময়মতো, ওটা খেলবো। আর ইনশাআল্লাহ যদি ফিট থাকি বিপিএল খেলতে থাকবো।’
তামিম আরও বলেছেন, ‘যতটুক পারি খেলতে থাকবো। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।’
ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্য তামিমরা ছুঁয়ে ফেলে ৮ উইকেট হাতে রেখে, ১৬তম ওভারে। সহজে জিতেও তামিমের কিছুটা আক্ষেপ থেকে গেছে, ‘আমার কাছে মনে হয় আমাদের মাঝে আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। তাহলে হয়তবা.. ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম, আমাদের হাতে উইকেট ছিল। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি। বাকিটা বলতে গেলে ব্যাটিংটা ঠিক আছে।’
এদিকে তামিমের ছেলে আহরাম ইকবাল ঢাকা থেকে চট্টগ্রামে গেছে বাবার খেলা দেখতে। ছেলের সামনে বড় ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়াতে দারুণ খুশি বাঁহাতি ওপেনার, ‘ও ঢাকা থেকে এসেছে খেলা দেখার জন্য। ও খুশি যে একটা ভালো খেলা দেখতে পেরেছে।’