প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১০:৩৩ পিএম (ভিজিটর : )
স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ভিসা অফিসার মো. আবু জাহিদের (৫২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ’র আদালতে আসামিকে উপস্থিত করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. আরিফিন ইসলাম। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড দেন বিচারক।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি গুলশান উত্তর এভিনিউয়ের বিএসবি গ্লোবাল নেটওয়ার্কে (ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ) ভিসা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সেসময় মামলার বাদী মোছা. রিতা আক্তার (৩৭) কানাডায় স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য যোগাযোগ তার সঙ্গে করেন। মামলার অপর আসামি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাসার বাহার এবং সহযোগীরা পরস্পর যোগসাজশে বাদীর কাছ থেকে ৯ লাখ ৬১ হাজার টাকা নেয়। কিন্তু আসামিরা বাদীকে কানাডার স্টুডেন্ট ভিসা না দিয়ে প্রতারনামূলকভাবে এই টাকা আত্মসাৎ করে।
এছাড়াও প্রতিষ্ঠানটি কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসায় পাঠানোর প্রলোভন দিয়ে বাদীর ৯ লাখ ৬১ হাজার টাকাসহ অনেকের কাছ থেকে মোট ৩ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলেও মামলার অভিযোগে বলা হয়।
এ ঘটনায় গত বছরের ১১ ডিসেম্বর গুলশান থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী রিতা আক্তার।