বাংলা উর্দু English
 রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
বাংলা উর্দু English
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ফেব্রুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা      সিলেটকে হারিয়ে চিটাগং কিংসের হ্যাটট্রিক জয়      ১৮ হাজার কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান      সচিবালয়ের সামনে অনশনে জবির আন্দোলনরত শিক্ষার্থীরা      কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত শিবির নেতার মৃত্যু      রবিবার থেকে গাজায় যুদ্ধবিরতি      ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার       
জাতীয়
যতদিন আছি, একতা নিয়েই থাকতে চাই: প্রধান উপদেষ্টা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১১:৫১ পিএম  (ভিজিটর : )
ঐক্যের মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের জন্ম হয়েছে উল্লেখ করে প্রধান 
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকবো। আমাদের সেই পথেই চলতে হবে।’




বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভার প্রারম্ভিক বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত হয়েছেন। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে সর্বদলীয় বৈঠকটি শুরু হয়, সন্ধ্যা ৬টার কিছু আগে বৈঠকটি শেষ হয়।

এসময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে, মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের দ্বারা। যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, হঠাৎ তখন দেখি একা পড়ে গেছি, আশপাশে আপনারা কেউ নেই; তখন একটু দুর্বল অনুভব করি। আবার যখন আপনারা একসঙ্গে হন, মনের মধ্যে সাহস আসে যে, আমরা একতাবদ্ধ আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই শক্তি। আপনাদের সবার সঙ্গে দেখা হলে প্রাণসঞ্চার হয়।’

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুর অবতারণা প্রসঙ্গে ড. ইউনূস রাজনৈতিক দলের নেতাদের বলেন, ‘মাঝখানে একদিন ছাত্ররা এসে বললো যে, তারা একটা ঘোষণা দেবে, প্রক্লেমেশন করবে। আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম, কী প্রক্লেমেশন, তারা বললো। আমি বললাম— এটা হবে না। সেখানে আমারও যাওয়া হবে না, আর তোমাদেরও এটা করা ঠিক হবে না। তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও। সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল, সেটা রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না।’



‘৫ আগস্টের অনুভূতিটাই ছিল একতার’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা সম্প্রতি ছাত্রদের সঙ্গে আলাপচারিতার বিবরণে আরও বলেন, ‘কেউ সেদিন বলেনি যে— তুমি অমুক, আমি অমুক। কাজেই সেটা যদি করতে চাও, সবাইকে নিয়ে করতে হবে। এটা পরিষ্কার, এটা না করলে সেটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে, সেটার অবমাননা হবে। তারা খুব খুশি হয়নি আমার কথায়। কিন্তু ক্রমেই তারা বুঝলো যে, ৫ আগস্ট যদি রিক্রিয়েট করতে হয়, তাহলে এভাবে করতে হবে। সবাইকে একত্রিত করতে হবে। সে কথা থেকেই এ আলাপ শুরু। আজকের আলোচনাটা এটাকে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা এটা একতাবদ্ধভাবে করতে পারবো না, সেখানে এটার উদ্দেশ্য ব্যাহত হবে। তাহলে এটার দরকারও নেই আসলে।’



গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এটার দরকারটা হলো, ওইটুকু স্মরণ করিয়ে দেবে। আমি যেটা বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে। সবার মনেই সাহস আসবে। সবাই যদি আমরা একত্র হই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে— হ্যাঁ, আমরা তো জেগে আছি এখনও। আমরা ভোঁতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি এখনও ভোঁতা হয়নি, চাঙা আছে। জাতি হিসেবে এখনও ঐক্যবদ্ধ আছি। আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকবো। আমাদের সেই পথেই চলতে হবে। আপনারা আমাদের সেই সাহসটা দেন, যখন আমরা আপনাদের সঙ্গে একত্রে বসি। আজ আবার নিজেকে খুবই সাহসী মনে হচ্ছে। আপনাদের দেখে। ৫ আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধ আছি। কীভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করবো, এই ৫ আগস্টকে রিক্রিয়েট করবো সেটাই এখন আলাপের বিষয়বস্তু হবে।’

বৈঠকে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিডিআরএমজি প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ গেট-টুগেদার অনুষ্ঠিত
মোবাইল স্ক্রিনে কোরআন পড়তে কি অজু লাগবে?
শেখ হাসিনা-রেহানা-টিউলিপের নামে দুদকের আরও তিন মামলা
ফেব্রুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা
সিলেটকে হারিয়ে চিটাগং কিংসের হ্যাটট্রিক জয়

সর্বাধিক পঠিত

বিডিআরএমজি প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ গেট-টুগেদার অনুষ্ঠিত
ছাত্র আন্দোলন দমাতে ব্যবহৃত গুলি-পিস্তলসহ আটক ২
বাড়লো স্বর্ণের দাম
জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল
অস্ট্রেলিয়ার সাগরপাড়ে রহস্যময় বস্তু, ৯টি সৈকত বন্ধ ঘোষণা

জাতীয়- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝