কখনও কখনও জীবনের মোড় অপ্রত্যাশিতভাবে এতটাই বাঁক নেয়, যে অপ্রস্তুত হয়ে যেতে হয়। তেমনই পরস্থিতির মুখোমুখি হলেন চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ। ঘরের মাঠে জয় উদযাপন শেষে টিম হোটেলে ফিরেই পেলেন একটি খবর, যা ভেঙে দিলো তার হৃদয়। খালেদের মা আর বেঁচে নেই।
বৃহস্পতিবার রাতে খালেদের মা মারা গেছেন। চিটাগং কিংসের ম্যানেজমেন্ট তার মাতৃবিয়োগের খবর নিশ্চিত করেছে। রাত দেড়টার পর ফেসবুকে পোস্ট দিয়ে তারা বাংলাদেশি পেসারের প্রতি সমবেদনা জানিয়েছে, ‘মা হারিয়ে শোকার্ত খালেদে প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’
বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সও শোকবার্তা দিয়েছে ফেসবুকে,‘ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট স্ট্রাইকার্স পরিবার গভীর দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’
খালেদের মায়ের মৃত্যুর খবর চিটাগং আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। তখনও ৩২ বছর বয়সী পেসার চট্টগ্রামে দলের সঙ্গেই ছিলেন।
এই বিয়োগান্তক খবর পাওয়ার আগে মাঠে দারুণ পারফর্ম করেন খালেদ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারাতে ভালো অবদান রাখেন তিনি। চার ওভারে ২৬ রান দিয়ে নেন দুই উইকেট। তাতে বিপিএলে টানা চতুর্থ জয় পায় চিটাগং।