প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১০:৩৯ এএম (ভিজিটর : )
ছেলেদের চলমান বিপিএলের পরই অভিষেক হতে যাচ্ছে মেয়েদের বিপিএলের। এমন তথ্য জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি নিশ্চিত করেছেন, মেয়েদের বিপিএল অনুষ্ঠিত হবে তিন দল নিয়ে।
লিগের ফরম্যাট নিয়েও কিছুটা আভাস দিয়েছেন ফাহিম। তিনটি দলের প্রত্যেকে একে অপরের মুখোমুখি হবে দুইবার। মোট ৬টি লিগ ম্যাচের পর অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাহিম বলেছেন, ‘বোর্ড নারীদের ক্রিকেট আরও এগিয়ে নেওয়ার জন্য নানাভাবে চিন্তাভাবনা করছে। তার মধ্যে নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট করা যায় কিনা সেটা ছিল আলোচনায়। আমরা আজ (শুক্রবার) সিদ্ধান্ত নিয়েছি যে নারীদের বিপিএলও আয়োজন করবো।’
ফাহিম জানিয়েছেন, তারা এরই মধ্যে মেয়েদের দলের মালিকানা নিয়ে ছেলেদের বিপিএল ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলেছেন। সেখান থেকে কয়েকজন মালিক আগ্রহ দেখিয়েছেন, ‘আমরা কিছু বিপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা নারীদলগুলার মালিকানার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আসলে দেখতে চাই নারীদের টুর্নামেন্ট কীভাবে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রভাব ফেলে। আমরা আশাবাদী এটা নারীদের ক্রিকেট উন্নয়নে সহায়তা করবে।’
ফাহিম বলেছেন, নারীদের বিপিএলের ক্ষেত্রে একাদশে মাত্র একজন বিদেশি খেলোয়াড় থাকার অনুমতি দেওয়া হবে। স্কোয়াড হবে সর্বোচ্চ ১৫ জনের। ফাহিমের ভাষায়, ‘আর্থিক বাধ্যবাধকতায় আমরা বেশি বিদেশি খেলোয়াড় নিতে পারবো না। চার জন বিদেশি খেলোয়াড় হলেই সেটা দলের ওপর আর্থিক চাপ তৈরি করবে। আর দলগুলো এখন এসব চাপও নিতে চায় না। আমরা শুধু ঘরোয়া ক্রিকেটারদেরই সুযোগটা দিতে চাই। প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সৃষ্টি করতে চাই।’
বাংলাদেশে নারীদের প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। তার আগে তারা ওয়ানডে লিগে অংশ নিয়ে থাকতেন। অতি সম্প্রতি মেয়েদের লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য তিনদিনের প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।