প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১:০০ পিএম (ভিজিটর : )
ন্যু ক্যাম্পে ফেরার অপেক্ষাটা আরও বাড়লো বার্সেলোনার। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, মে মাসের আগে ঐতিহ্যবাহী স্টেডিয়ামটিতে ফিরতে পারছে না তারা। যেহেতু সংস্কার কাজ এখনও চলমান।
এই অবস্থায় কাতালান জায়ান্টরা অলিম্পিক স্টেডিয়ামেই চলতি মৌসুম শেষ করতে যাচ্ছে। যেখানে তারা খেলছে ২০২৩ সালের গ্রীষ্ম মৌসুম থেকে। অবশ্য ইএসপিএন বলছে, মে মাসে একটি ম্যাচ আয়োজের সম্ভাবনা এখনও বাতিল হয়ে যাচ্ছে না। সেটাও সম্ভব।
বার্সা তাদের লা লিগার চলমান ক্যাম্পেইন শেষ করবে রিয়াল মাদ্রিদ ও ভিয়া রিয়াল ম্যাচ দিয়ে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১৮ মে।
নতুন ঘোষণায় বলা হয়েছে অলিম্পিক স্টেডিয়ামে তারা খেলবে কমপক্ষে ২৩ এপ্রিল পর্যন্ত। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মায়োর্কা। তার মানে চ্যাম্পিয়ন্স লিগে তাদের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে অলিম্পিক স্টেডিয়ামে।