রাজধানীর পল্টনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পল্টনের বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
সাজু পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। গোপালগঞ্জের সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে তিনি। স্ত্রী ও দুই বছর বয়সী এক ছেলেকে নিয়ে মুগদার মান্ডা ঝিলপাড় এলাকায় থাকতেন।
নিহতের ভাই আলমগীর মোল্লা বলেন, ‘ছিনতাইকারীরা সাজুকে ছুরিকাঘাতে করে। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেয় সাজুর বন্ধু বায়জিদ। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করেন।’
আলমগীর আরও বলেন, ‘ছিনতাইকারীরা সাজুর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়।’
ফারুক বলেন, ‘মঙ্গলবার ভোরে ওই যুবককে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’