রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় নিজবাসায় এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শারমিন আক্তার পপি (২০) নামের শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
পপির বাবা আব্দুস সোবাহান জানান, স্থানীয় নবারণ স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টার পাশ করে তার মেয়ে। এক যুবক তার সঙ্গে সম্পর্ক করতে চাইতো। আমার মেয়ে এ বিষয়ে রাজি ছিল না। গতকাল বাংলামোটর রূপায়ন টাওয়ারে আমাদের পারিবারিক এক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ওই ছেলে গিয়ে পপির সঙ্গে খারাপ ব্যবহার করে মারধর করে মোবাইল কেড়ে নেয়। তবে ওই ছেলের নাম জানাতে পারে নি তারা।
বুধবার দুপুরে সবার অগোচরে তার রুমে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুস সোবাহানের ধারণা— ওই ছেলের আচরণে অভিমানে আত্মহত্যা করতে পারে।