যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেটের হেটফিল্ড টাউনশিপ থেকে প্রকাশিত "চ্যানেল আমেরিকা বাংলা" অনলাইন পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে গত ১২ জানুয়ারি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আলেমেদ্বীন কানাডা প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আসলাম উদ্দিন আজহারী,যিনি কানাডায় আবেদিন মসজিদ নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন।
"চ্যানেল আমেরিকা বাংলা"র সম্পাদক ও প্রকাশক - রোটারী আন্তর্জাতিক বাংলাদেশের সাবেক অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান মো. লোকমান হোসেন রাজুর সভাপতিত্বে ও পরিচালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্হানীয় নর্থপেন মসজিদের বর্তমান সেক্রেটারি ফজলুল হক এবং সাবেক সেক্রেটারি মো.আলাউদ্দিন মোল্লা। এ অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন মসজিদের অন্যতম খাদেম শাহ শরীফুল ইসলাম,চ্যানেল আই ও এন টিভি এবং এটিএন বাংলার পেন্সিলভেনিয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার (নবীনগর) কৃতি সন্তান সাংবাদিক মোঃ মফিজুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ জাহিদ হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন সরদার, মহিউদ্দিন মজুমদার,আব্দুর রাজ্জাক,হারুনুর রশিদ প্রমুখ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেটের এর হেডফিল্ড সিটিতে বসবাসকারী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ লোকমান হোসেন রাজুর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোরঞ্জন উপজেলার দক্ষিন নোয়াগাও গ্রামে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মোঃ আসলাম উদ্দিন আজহারী "চ্যানেল আমেরিকা বাংলা"র মাধ্যমে ইসলামের সেবা করার আহ্বান জানান।
পারিবারিক সূত্রে ইসলামী পরিবেশে বেড়ে উঠা সম্পাদক লোকমান হোসেন রাজু পত্রিকাটির মাধ্যমে আল্লাহ যদি কবুল করেন, ইসলামের নির্দেশনানুযায়ী দরকারী মৌলিক বিষয়াবলী তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন এবং এ লক্ষ্য অর্জনে কমিউনিটির আলেম সমাজ সহ সকলের সহযোগিতা কামনা করেন।
পএিকাটি একই নামে অর্থাৎ “Chancel America Bangla” নামে ইউটিউব চ্যানেল এবং ফেইসবুক পেইজ রয়েছে। অনলাইনে পএিকাটি দেখা যাচ্ছে নিন্মঠিকানায়---