প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৩:৫৬ পিএম (ভিজিটর : )
রাজধানীর হাজারীবাগের বেরিবাঁধে সজল রাজবংশী (৩৭) নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সেকশন বেরিবাঁধ রাস্তার ওপরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম।
ওসি মো. আমিরুল ইসলাম বলেন, দোকান বন্ধ করে স্বর্ণ ও টাকা নিয়ে বাসায় ফেরার পথে তিন থেকে চারটি মোটরসাইকেল জুয়েলারি ব্যবসায়ী সজল রাজবংশীকে পথরোধ করে। পরে তার পায়ে একটি গুলি করে সঙ্গে থাকা টাকা ও ৫০ ভরি স্বর্ণ ডাকাতি করে নিয়ে যায়। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারে আমরা কাজ করছি।
সজলের ছোট ভাই জয় রাজবংশী বলেন, বড় ভাই কামরাঙ্গীরচরে ইতি জুয়েলার্সের মালিক। রাতের দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৫০ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা নিয়ে তার মোটরসাইকেলে করে হাজারীবাগ জেলে পাড়ার বাসায় ফিরছিলেন। পথে বেরিবাঁধ সেকশন এলাকায় সড়কে অজ্ঞাত ব্যক্তিরা চার থেকে পাঁচ জন মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় রাস্তা গতিরোধ করে ও ফাঁকা গুলি করে। পরে তার বাম পায়ে গুলি করে তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
জয় রাজবংশী বলেন, আহত অবস্থায় তাকে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।