বাংলা উর্দু English
 বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
বাংলা উর্দু English
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ১০৫ অধ্যাপকের পদ শূন্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত      সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি, এরপর আলোচনা: আসিফ নজরুল      পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও গতিশীল করার পরামর্শ      রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল      ফাইনালের আগে নিশামকে উড়িয়ে এনেছে বরিশাল      মানহানির মামলায় চার্জ গঠন: উচ্চ আদালতে যাবেন তাপসী উর্মি      বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার      
রাজনীতি
বিএনপির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের মিল নেই: ফয়জুল করীম
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১০:০৬ এএম  (ভিজিটর : )
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘বিএনপির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের মিল নেই। তারা আমাদেরও ফ্যাসিস্টের সহযোগী হিসেবে ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের আমলে বিতর্কিত কোনও নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি। জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনকে আমরা এক মনে করি না।’

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলনের জেলা ও মহানগরের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


তিনি আরও বলেন, ‘গত স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছেন, কেউ নামে কেউ আবার বেনামে অংশগ্রহণ করেছেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই অংশগ্রহণ করেছেন। আমরা সরাসরি ওই নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেই নির্বাচনে জামায়াতে ইসলামীর অনেকে চেয়ারম্যান হয়েছেন। বিএনপির হাজারো উদাহরণ রয়েছে যারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে নাই। সুতরাং কেউ যদি মনে করে ইসলামী আন্দোলন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিল, আমি মনি করি এটা তাদের তথ্যের ভুল রয়েছে। এই বক্তব্যটা দ্বিতীয়বার পর্যালোচনা করার দাবি জানাই।’

সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি নিয়ে ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন মানবতার স্বার্থে সবার সঙ্গে ঐক্য হতে রাজি আছে। তবে জামায়াতের আমির ওই দিন অফিসিয়ালি চরমোনাই যাননি। রবিশালে ওনার একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে সাক্ষাৎ করার জন্য তিনি চরমোনাই গিয়েছিলেন। যেহেতু তিনি একজন মেহমান হিসেবে সেখানে গিয়েছিলেন, তাই তাকে শ্রদ্ধা-সম্মান ও আতিথেয়তা করেছি। তবে সেখানে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। সেখানে আমাদের শ্রদ্ধাভাজন আমির বলেছেন, ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই। যদি ইসলামের পক্ষে একটা বাক্স দিই, তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ দেশের ৯২ শতাংশ লোক ইসলামের পক্ষে ভোট দেবে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এনজিওর কায়দায় নরম কথা বললে দেশ চলবে না। শাসকের কায়দায় কথা বলতে হবে। নরম নরম কথা বললে এ দেশের মানুষকে শাসন করতে পারবেন না। নরমও লাগবে গরমও লাগবে। তবে ইনসাফভিত্তিক নরম গরম লাগবে। আর যদি জুলুম করেন বাংলাদেশের মানুষ আপনার বিরুদ্ধে আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। ভ্যাট-ট্যাক্স বাড়ানোর চেষ্টাও করবেন না। এটা করলে আপনারা ভুল করবেন।’


সংস্কার ব্যতীত নির্বাচন হলে প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই শুধু নির্বাচন চায়। নির্বাচন চায় না এমন কোনও রাজনৈতিক দল নেই। আমরা সাবই নির্বাচনমুখী। তবে নির্বাচন কবে দেবেন, কালকে? আগামীকাল যদি নির্বাচন দেন সেটা কি সুষ্ঠু হবে? গ্রহণযোগ্য নির্বাচন না হলে কী লাভ হবে। সংস্কারের আগে যদি নির্বাচনে দেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

১০৫ অধ্যাপকের পদ শূন্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত
রেস্তোরাঁয় খেতে গিয়ে ছাত্রদল নেতার হাতে হেনস্তার শিকার কলেজছাত্রীর ‘আত্মহত্যা’
মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী নওগাঁয় উদ্ধার
হামজাকে সংবর্ধনা দিতে চায় বাফুফে, কিন্তু...
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

সর্বাধিক পঠিত

পার্বত্য অঞ্চলে শুধু উপজাতিরা থাকবে, এই দৃষ্টিভঙ্গি সংকট তৈরি করতে পারে: দুদু
Is Bangladesh’s Democratic Restart going to fizzle out? ---(Part one)
মার্কিন অর্থমন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্য ঘাঁটার সুযোগ পেলো মাস্কের কমিশন
প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

রাজনীতি- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝