প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৮ এএম (ভিজিটর : )
প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচও কোনও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের কাছে ৫ উইকেটের হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা হোয়াইটওয়াশ হয়েছে।
ওয়ার্নার পার্কে শুরুতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্বাগতিক দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় এদিন ৮ উইকেটে মাত্র ১০৪ রানই তুলতে পেরেছে। দলের সর্বোচ্চ ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪৩ বলে করেছেন ৩৩। ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের হয়ে মাত্র তিন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন। উইকেটকিপার ব্যাটার ও ওপেনার দিলারা আক্তার ১৬ বলে করেছেন ২১, মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১২ রান। তাছাড়া তাজ নেহারের ব্যাট থেকে আসে ১০ বলে দশ রান।
বল হাতে ক্যারিবিয়ানদের হয়ে আলো ছড়ান জেনিলিয়া গ্লাসগো। ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন তিনি। ম্যাচসেরাও তিনি। সিরিজ সেরা ঝড়ো ব্যাট করা ডিয়ান্ড্রা ডটিন।
এত মামুলি লক্ষ্যের পর অবশ্য বোলাররা দারুণ শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশকে। দ্বিতীয় ওভারেই ৭ রানে ওপেনার নেরিসা ক্রাফটনকে তুলে নেন অফস্পিনার সুলতানা খাতুন। লো স্কোরিং ম্যাচে ১২তম ওভারের মধ্যে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপের অর্ধেক ব্যাটারকেই তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। ১১.২ ওভারে ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৬১! সেখান থেকে দলটাকে জয়ের বন্দরে নিয়ে গেছে ষষ্ঠ উইকেটের অবিচ্ছিন্ন জুটি। শাবিকা গাজনাবি ও জেইদা জেমস মিলে ৪৪ রান যোগ করেছেন। গাজনাবি ২৭ বলে ২৫ রানে অপরাজিত থেকেছেন। জেইদা ১৪ বলে অপরাজিত থাকেন ২২ রানে। তাদের ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছেন।
বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও লেগ স্পিনার ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।