প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৩ পিএম (ভিজিটর : )
সম্প্রতি লিবিয়ার বেনগাজির আজদাদিয়াতে এক নৌ দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ২০ জনকে দাফন করা হয়েছে। তবে ওই ব্যক্তিদের সঙ্গে কোনও কাগজ না থাকায় তাদের জাতীয়তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা, কবর দেওয়া ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানতে পেরেছে, আজদাতিয়াতে ২০ জন ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে। কারণ তাদের শরীরে পচন ধরেছিল। তাদের সঙ্গে কোনও ডকুমেন্ট ছিল না এবং কেও তাদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি।
‘যে জায়গাতে এই দুর্ঘটনা ঘটেছে, সেটি বেনগাজির সরকারের আওতাধীন। দূতাবাস কর্মকর্তারা সেখানে ভ্রমণের অনুমোদন এখন পর্যন্ত পায়নি’, বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়।