প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৫ পিএম (ভিজিটর : )
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সোমবার গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করবেন। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতেরমাধ্যমে এ আলোচনা শুরু করবেন তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নেতানিয়াহুর কার্যালয় এ কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নেতানিয়াহু রবিবার ইসরায়েল থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি আগামী সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। গাজা পরিস্থিতি ও সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের বিষয় নিয়ে আলোচনা করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, উইটকফের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন। এরপর উইটকফ মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। গত ১৫ মাস ধরে ওয়াশিংটনের সহায়তায় ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করে আসছে এই দেশ দুটি।
গত মাসে ইসরায়েল ও হামাস একটি জটিল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়, যা তিনটি ধাপে বাস্তবায়িত হবে। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে। এখন পর্যন্ত হামাস ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, বিনিময়ে ইসরায়েল কয়েকশ ফিলিস্তিনিকে কারাগার ও আটক কেন্দ্র থেকে মুক্তি দিয়েছে।