প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১২ পিএম (ভিজিটর : )
দুর্বার রাজশাহীর বিপিএল পর্ব শেষ হয়ে গেলেও দেশের উদ্দেশে রওনা দিতে পারছিলেন না বিদেশি ক্রিকেটাররা। কেননা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করে বাংলাদেশে আসা রায়ান বার্ল, মিগুয়েল কামিন্স, আফতাব আলমরা পারিশ্রমিক পাননি এখনও। পাশাপাশি পাচ্ছিলেন না দেশে ফেরার বিমান টিকিটও। চুক্তির টাকা এবং দেশে ফেরার বিমানের টিকিটের অপেক্ষায় ছিলেন তারা। অনেক নাটকের পর শেষ পর্যন্ত রবিবার বিকালে এসে বিদেশিদের দেশে ফেরানোর বন্দোবস্ত হয়!
কিছুটা দেরিতে হলেও দলটির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা রাতেই ঢাকা ছাড়ছেন। সেখানে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল আজ রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজে হারারেতে ফিরে যাবেন। পাকিস্তানের মোহাম্মদ হারিস আগামীকাল সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজে লাহোরের উদ্দেশে রওনা হবেন। প্রধান কোচ আজাজ আহমেদ আগামীকাল ঢাকা ত্যাগ করবেন, আর মিগুয়েল কামিন্স ৫ ফেব্রুয়ারি রওনা হবেন। অন্য ক্রিকেটাররা দ্রুতই তাদের বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর ঢাকা ছাড়বেন।’
দেশে যাওয়ার টিকিটের ব্যবস্থা হলেও পারিশ্রমিক এখনই পাচ্ছেন না বিদেশি ক্রিকেটাররা। শুধু বার্ল ও মোহাম্মদ হারিস ২৫% বেতন পেয়েছেন, বাকিরা এক টাকাও পাননি। দৈনিক ভাতা নাকি বার্লের ১১ দিন বাকি। বাকিদের অবস্থা আরও খারাপ। মিডিয়া বিভাগের সূত্রে জানা গেছে, বিদেশি ক্রিকেটারদেরকে তাদের এজেন্টের মাধ্যমে পাওনা পরিশোধ করা হবে।