বাংলা উর্দু English
 বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
বাংলা উর্দু English
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব       হাইকোর্টে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা      শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ফাঁসির ৯ আসামিসহ সবাই খালাস       ১০৫ অধ্যাপকের পদ শূন্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত      সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি, এরপর আলোচনা: আসিফ নজরুল      পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও গতিশীল করার পরামর্শ      রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল      
জাতীয়
বিশ্ব ক্যানসার দিবস আজ
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৩ পিএম  (ভিজিটর : )
দেশে
 ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। তবে এই রোগের চিকিৎসা ব্যবস্থা এখনও অপ্রতুল এবং একই সঙ্গে ব্যয়বহুল। তাছাড়া দীর্ঘ মেয়াদি চিকিৎসা নেওয়ার কারণে রোগীদের একটি বড় অংশ প্রাতিষ্ঠানিক চিকিৎসার বাইরে থাকছেন। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যানসার দিবস। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্য মতে, ২০২৪ সালে সরকারি বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে দুই লাখ ৭৫ হাজার ৩৪০ জন, এর মধ্যে মারা গেছেন ৫৭৪ জন। 


ক্যানসার বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর এ সংখ্যা মোট রোগীর অর্ধেকেরও কম। মৃত্যুর সংখ্যা অন্তত ২০ গুণ কম। কারণ ক্যানসার চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল ও ব্যয়বহুল হওয়ায় রোগীদের একটি বড় অংশ প্রাতিষ্ঠানিক চিকিৎসা থেকে বঞ্চিত। এরা এখনও কবিরাজের কাছে যায়। আরেকটি অংশ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে। বাকিরা কোনও ধরণের চিকিৎসা ছাড়াই মৃত্যুবরণ করছে। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব ক্যান্সার দিবস’। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘অনন্যতায় ঐকতান’। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে বছরে ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। বছরে ক্যানসারে মারা যাচ্ছেন ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্য বলছে, ২০২৪ সালে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৩ হাজার ৮৫২ জন। হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিয়েছেন ১২ হাজার ৫৩ জন। ২০২৩ সালে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন এক লাখ ২৩ হাজার ১৭১ জন, জরুরি বিভাগে সেবা পেয়েছেন ১০ হাজার ৪১৮ জন। ভর্তি রোগী ছিল ১৬ হাজার ৫৬ জন। এদের মধ্যে মারা যায় ৪৯০ জন।

ক্যানসার বিশেষজ্ঞ ও বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ৯০ শতাংশ ক্ষেত্রে রোগীরা বিশ্বমানের সেবা থেকে বঞ্চিত। ১০ শতাংশ মানুষ উন্নত সেবা পায়। বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছে এদের সংখ্যা সব মিলিয়ে বছরে পঞ্চাশ হাজারের মতো। যারা একাধিকবার চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছে।    

দেশের এক উপজেলার দুই লাখ মানুষের ওপর পরিচালিত বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রির তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর ১২ শতাংশ ক্যানসার আক্রান্ত। এর মধ্যে ৬০ শতাংশ সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপির সংমিশ্রণ চিকিৎসা পেয়েছিলেন। ৭ দশমিক ৪ শতাংশ রোগী ক্যানসার শনাক্ত হওয়ার পরে যারা কোনও চিকিৎসা না নিয়েই মারা গেছেন।

ক্যানসারের সঠিক পরিস্থিতি জানতে বর্তমানে দেশে জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ও কিশোরগঞ্জের হোসেনপুর জেলায় পাইলটিং প্রোগ্রাম চলছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের করা এ রেজিস্ট্রি তথ্য বলছে, দেশে ৩৮ ধরনের ক্যানসারে মানুষ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালী ও জরায়ুমুখ ক্যান্সার রোগীর সংখ্যা বেশি। ফুসফুস, শ্বাসনালী ও পাকস্থলীর ক্যানসারে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটছে বেশি। নতুন করে বছরে আক্রান্ত হচ্ছে ৫৩ জন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন,  দেশে বছরে চারশ থেকে সাড়ে চারশ অ্যান্টি–ক্যানসার ওষুধ তৈরি হয়। এর সমপরিমাণ ওষুধ আশেপাশের দেশ থেকে আমদানি করা হয়। যেহেতু বাংলাদেশের কোম্পানিগুলো বেশিভাগেই ক্যানসারের ওষুধ তৈরি করে না। এজন্য আপনারা জানেন ইতোমধ্যে ক্যানসারের ওষুধের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। এর ফলে দশ ভাগ ওষুধের দাম কমবে বলে আশা করি।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ক্যানসারের বিষয়ে সবচেয়ে বড় প্রজেক্ট আট বিভাগে হাসপাতাল তৈরিতে একটা বড় গ্যাপ ছিল সাত মাস যাবৎ। আমরা এ সপ্তাহে প্রজেক্ট ডিরেক্টরদের অ্যাপয়েন্টম্যান্ট দিয়ে দেবো।  এসব হাসপাতাল কোনটা ৪০ শতাংশ, কোনটা  আরও বেশি স্ট্রাকচার গড়ে উঠেছে। আমরা এবছর আটটা না হলে অন্তত চারটা হাসপাতাল চালু করতে পারবো। এসব হাসপাতালে ক্যানসার রোগীদের জন্য রেডিওথেরাপির আধুনিক সকল ব্যবস্থা রাখা হয়েছে।

দেশে কম খরচে ক্যানসার চিকিৎসার জন্য নির্ভর করতে হয় একটি প্রতিষ্ঠানের উপর, সেটি হলো জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। তবে যন্ত্রপাতি নষ্ট থাকায় সেটিও কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। যার ফলে রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ মূল্যে চিকিৎসা নিতে হয়। বিশেষায়িত এই ক্যানসার হাসপাতালে দেশের নানা প্রান্ত থেকে রোগীরা আসেন রেডিওথেরাপির জন্য। কিন্তু গত কয়েক বছর ধরে এই হাসপাতালে স্থাপিত চারটি মেশিন নষ্ট রয়েছে। বাকি দুই মেশিন দিয়ে এর আগে অপ্রতুল হলেও প্রতিদিন প্রায় ২০০ এর কিছু বেশি রোগীকে থেরাপি দেওয়া হচ্ছিল। সেটিও গত ডিসেম্বরে অকার্যকর হয়ে পড়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফরিদপুরের মিজান জানান, সরকারি হাসপাতালে কম খরচে রেডিওথেরাপি নেওয়া যায়। এজন্য এতদূর থেকে আসছি। কিন্তু এসে দেখি মেশিন নষ্ট। এখন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানো ছড়া বিকল্প নাই। দরকার পড়লে এখন ঘরবাড়ি বিক্রি করে দিতে হবে।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির জানান, মেশিনগুলো ঠিক করার জন্য যোগাযোগ হয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে। তারা দ্রুতই এগুলো মেরামত করে দেবে বলে জানিয়েছে আমাদের। সেবা না পেয়ে ফিরে যাওয়া আমাদের জন্য দুর্ভাগ্যজনক।

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জীবনযাত্রার এই ৭ পরিবর্তনে ক্যানসারের ঝুঁকি কমে ৫০ শতাংশ
ভিডিও নির্মাতাদের জন্য সুখবর দিল ইউটিউব
শামীম আরা নীপাকে কিনতে চেয়েছিলেন যে বাবা
বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম, হাতের রগ-কবজি বিচ্ছিন্ন
শেখ হাসিনার ভাষণের সময় জুলাই অভ্যুত্থানের ছবি-ভিডিও প্রদর্শন কর্মসূচি

সর্বাধিক পঠিত

পার্বত্য অঞ্চলে শুধু উপজাতিরা থাকবে, এই দৃষ্টিভঙ্গি সংকট তৈরি করতে পারে: দুদু
Is Bangladesh’s Democratic Restart going to fizzle out? ---(Part one)
মার্কিন অর্থমন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্য ঘাঁটার সুযোগ পেলো মাস্কের কমিশন
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত হয়নি: নাহিদ ইসলাম

জাতীয়- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝