প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৫ পিএম (ভিজিটর : )
সোমবার রাতেই বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা হাতছাড়া করতে চাচ্ছে না কোনওভাবেই। তাই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে এনেছে তামিম ইকবালের দল।
কিউই তারকা চলতি এসএ-টোয়েন্টি লিগের ক্যাম্পেইন শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) যোগ দিতে চলে এসেছেন। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা তার একটি ছবি পোস্ট সেটা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।
অবশ্য নিশামের ইনস্টাগ্রাম স্টোরি দেখেও ইঙ্গিত মিলেছিল বিপিএলে খেলতে আসছেন তিনি। কিন্তু প্রাথমিকভাবে কোন দলের হয়ে খেলবেন সেটার নিশ্চয়তা ছিল না।
প্রথম কোয়ালিফায়ারে তামিম ইকবালের ফরচুন বরিশাল ৯ উইকেটে চিটাগং কিংসকে হারিয়েছে। এখন তারা শিরোপা লড়াইয়ে মাঠে নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে চিটাগং কিংস কিংবা খুলনা টাইগার্স।
নিশাম মূলত পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের জায়গা পূরণ করতে এসেছেন। বল হাতে ফাহিম আশরাফ পুরো টুর্নামেন্ট জুড়েই দাপট দেখিয়েছেন। ১১ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট।