প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৬ পিএম (ভিজিটর : )
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আরও গতিশীলতা আনার পরামর্শ হয়েছে পররাষ্ট্র বিষয়ক কমিটির সভায়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রথম বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনা করেন আরও তিন জন উপদেষ্টা।
জুলাই-আগস্ট অভ্যুত্থানকে সরকারের কর্মকাণ্ড ধারণ করার জন্য পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে পাঁচ সদস্যের ‘পররাষ্ট্র বিষয়ক কমিটি’ গঠন করা হয়। এর অন্য সদস্যরা হলেন- শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ খলিলুর রহমান এবং পররাষ্ট্র সচিব। ৮ জানুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার।
এর কর্মপরিধি হচ্ছে মহাপরিচালক বা তদুর্ধ্ব পদে কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেওয়া।
সোমবারের বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি অভ্যন্তীরণ বিষয়। এখানে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি।’