বাংলা উর্দু English
 বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
বাংলা উর্দু English
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ১০৫ অধ্যাপকের পদ শূন্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত      সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি, এরপর আলোচনা: আসিফ নজরুল      পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও গতিশীল করার পরামর্শ      রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল      ফাইনালের আগে নিশামকে উড়িয়ে এনেছে বরিশাল      মানহানির মামলায় চার্জ গঠন: উচ্চ আদালতে যাবেন তাপসী উর্মি      বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার      
শিক্ষা
১০৫ অধ্যাপকের পদ শূন্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫২ এএম  (ভিজিটর : )
ময়মনসিংহ মেডিক্যাল কলেজে দীর্ঘদিন ধরে ১০৫টি অধ্যাপক পদ শূন্য পড়ে আছে। সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদমর্যাদার এসব পদ শূন্য থাকায় কলেজের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বিদেশিসহ এমবিবিএস কোর্সে এক হাজার ৫০২, এমএম, এমডি, এমফিল ও এমপিএইচসহ পোস্ট-গ্র্যাজুয়েশন করছেন এক হাজার ৮১০ এবং ডেন্টাল কোর্সে ৩০৮ জন শিক্ষার্থী রয়েছেন। মূলত পাঠদান ও গবেষণার সঙ্গে জড়িত সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদমর্যাদার চিকিৎসকরা। এসব পদের শিক্ষককে কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের হাসপাতালে হাতে-কলমে শিক্ষা দিতে হয়। তবে শতাধিক অধ্যাপকের পদ শূন্য থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।


কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কলেজে মঞ্জুরিকৃত ৪৫ অধ্যাপকের স্থলে কর্মরত আছেন ১৫ জন, হিসাবে ৩০টি পদ শূন্য রয়েছে। মেডিসিন বিভাগে ছয় অধ্যাপকের স্থলে কর্মরত আছেন মাত্র দুজন, চার অধ্যাপকের পদ খালি আছে। সার্জারি বিভাগে তিন অধ্যাপকের স্থলে আছেন মাত্র একজন, দুজন অধ্যাপকের পদ খালি।  গাইনি বিভাগে তিন অধ্যাপকের স্থলে আছেন মাত্র দুজন, শিশু বিভাগের দুজন অধ্যাপকের স্থলে আছেন একজন। এ ছাড়া অধ্যাপকের পদ মঞ্জুরি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে নিউরোলজি, এন্ডোক্রিনোলজি, ফিজিক্যাল মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, চক্ষু, ডার্মাটোলজি, সাইকিয়াট্রিস্ট, রেসপিরেটরি মেডিসিন, রিমাটোলজি, ফরেনসিক মেডিসিন, ডেন্টিস্ট্রি, প্যাথলজি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ এসসব বিভাগে নেই কোনও অধ্যাপক। 

পাশাপাশি সহযোগী অধ্যাপক মঞ্জুরিকৃত ৭৮ পদের বিপরীতে কর্মরত আছেন ৫১ জন, ২৭ জনের পদ খালি পড়ে আছে। সবচেয়ে বেশি পদ শূন্য রয়েছে সহকারী অধ্যাপকের। ১২২ সহকারী অধ্যাপক পদের মধ্যে কর্মরত আছেন ৭৪ জন, পদ শূন্য আছে ৪৮টি। ৭০টি প্রভাষক পদের স্থলে কর্মরত আছেন ৫৪ জন। এখানেও পদ খালি রয়েছে ১৬টি। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান ও রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

অধিকাংশ পদ শূন্য থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে জানিয়ে কলেজের এমবিবিএস কোর্সের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘কলেজে দীর্ঘদিন ধরে অধ্যাপকসহ বিভিন্ন পদ খালি থাকলেও তা পূরণ করা হচ্ছে না। এর ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানাই।’

কলেজের দুজন অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গবেষণাকাজের পাশাপাশি অধ্যাপক পদমর্যাদার চিকিৎসকদের কলেজে ক্লাস-পরীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে এক হাজার শয্যার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ক্লাস করাতে হয়। দীর্ঘদিন ধরে অধ্যাপকের বেশিরভাগ পদ খালি থাকায় শিক্ষা কার্যক্রম ও রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ময়মনসিংহ মেডিক্যালের অনেক চিকিৎসকের যোগ্যতা, ডিগ্রি ও অভিজ্ঞতা থাকার পরও শূন্য পদে পদোন্নতি না দেওয়ায় হতাশায় ভুগছেন তারা। সব ধরনের জটিলতা কাটিয়ে যোগ্যতাসম্পন্ন চিকিৎসকের পদোন্নতির ব্যবস্থা করা কিংবা শূন্য পদে নিয়োগের দাবি জানাই আমরা।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক নাজমুল হাসান বলেন, ‘কলেজে অধ্যাপকসহ বিভিন্ন পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ এসব পদে নিয়োগ কিংবা পদোন্নতি দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।’

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

১০৫ অধ্যাপকের পদ শূন্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত
রেস্তোরাঁয় খেতে গিয়ে ছাত্রদল নেতার হাতে হেনস্তার শিকার কলেজছাত্রীর ‘আত্মহত্যা’
মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী নওগাঁয় উদ্ধার
হামজাকে সংবর্ধনা দিতে চায় বাফুফে, কিন্তু...
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

সর্বাধিক পঠিত

পার্বত্য অঞ্চলে শুধু উপজাতিরা থাকবে, এই দৃষ্টিভঙ্গি সংকট তৈরি করতে পারে: দুদু
Is Bangladesh’s Democratic Restart going to fizzle out? ---(Part one)
মার্কিন অর্থমন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্য ঘাঁটার সুযোগ পেলো মাস্কের কমিশন
প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

শিক্ষা- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝