প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪২ পিএম (ভিজিটর : )
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোলপাম্প উচ্ছেদ করার প্রতিবাদে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন। আকস্মিক ধর্মঘট আহ্বানে রংপুর বিভাগের সকল পেট্রোলপাম্প বন্ধ রয়েছে। এতে করে আন্তজেলা ও আঞ্চলিক রুটে যাত্রীবাহী বাস ও মালামালবাহী ট্রাকসহ বেশিরভাগ যান চলাচল বন্ধ হয়ে গেছে।
রংপুর নগরীর বিভিন্ন পেট্রোলপাম্প বন্ধ থাকার কারণে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ শত শত যানবাহন জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছে। কী কারণে ধর্মঘট আহ্বান করা হয়েছে জানেন না পেট্রোলপাম্পের কর্মচারীরা। তারা বলছেন, মালিকরা বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় বন্ধ রেখেছি।
লালমনিরহাটে একটি সরকারি দফতরে চাকরি করেন সালাউদ্দিন। তিনি জানালেন, সকাল থেকে বিভিন্ন পেট্রোলপাম্পে ঘুরছেন। সবগুলো বন্ধ। কোথাও পেট্রোল পাচ্ছেন না। বলেন, ‘এখন আমার পক্ষে লালমনিরহাট যাওয়া সম্ভব হচ্ছে না। চরম বিপাকে পড়েছি। আগে থেকে ঘোষণা না দিয়ে এভাবে পেট্রোলপাম্প বন্ধ করে দেওয়া অমানবিক।’
একই কথা জানালেন আরেক চাকরিজীবী শাজাহান। তিনি বলেন, ‘আমার সৈয়দপুর যাওয়ার কথা ছিল। পেট্রোলপাম্প বন্ধ থাকায় আর যেতে পারছি না। মোটরসাইকেলের তেল শেষ, এখন কী করবো বুঝতে পারছি না।’
এদিকে আকস্মিক ধর্মঘটের কারণে জ্বালানি সংকটে পড়েছে আন্তজেলা ও আঞ্চলিক সড়কে চলাচলকারী যাত্রীবাহী ও মালবাহী যানবাহনগুলো । পেট্রোলপাম্প বন্ধ থাকায় শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ ব্যাপারে রংপুর বিভাগীয় পেট্রোলপাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বলেন, ‘সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হওয়ায় আমরা ধর্মঘট পালন করছি।’