প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৭ পিএম (ভিজিটর : )
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের একজনের নামে থাকা দুটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে বেরোবি শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেরোবির সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী।
বেরোবি উপাচার্য জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল রাখা হয়েছে।
তিনি আরও জানান, শহীদ আবু সাঈদের স্মরণে বিশ্ববিদ্যালয়ে ১৬ জুলাই ছুটির দিন ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা। তবে ওই দিন প্রশাসনিক কাজ চলবে। এ ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ জুলাই আবু সাঈদের স্মরণে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
উপাচার্য বলেন, এ ছাড়া জুলাই-আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন ও উন্নয়ন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিন্ডিকেট সভায় কর্মকর্তা-কর্মচারীদের আপগ্রেডেশন প্রদান প্রভাষক নিয়োগসহ আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।