গাজীপুরে গত শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে রাজশাহীতে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয় এই অভিযান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে।
আরএমপি সূত্র জানায়, বিকাল সাড়ে ৩টায় নগরের সিঅ্যান্ডবি মোড় থেকে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম শুরু হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনার উদ্দেশ্য বের হন।
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’