প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৭ পিএম (ভিজিটর : )
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায় হোটেল ও রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে রয়েছে কিনা তা যাচাই করতে অভিযান চালানো হবে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে এ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাওরান বাজারের জাহাঙ্গীর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সংশ্লিষ্ট ভবন ও রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। একইসঙ্গে সিটি করপোরেশনের আওতাধীন অন্যান্য এলাকার নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করতে বলেন তিনি।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রশাসক মোহাম্মদ এজাজ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজ-খবর রাখেন।
তিনি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সরাসরি যোগাযোগ রাখেন। পাশাপাশি, ভবন ও রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা তদন্তের জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।