ফেব্রুয়ারি ১৬,২০২৫(যুক্তরাষ্ট্র):
গতকাল বাদ মাগরিব মরহুম জনাব মোহাম্মদ আশরাফ আলী সর্দারের রুহের মাগফেরাত কামনায় স্হানীয় নর্থপেন মসজিদে পরিবার,আত্মীয়স্বজন ও মসজিদ কমিটির ব্যবস্হাপনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাথে সাথে আগামী পবিএ রামাদান এর জন্য মানসিকতা ও আত্বার পরিশুদ্বতার জন্য আন্তরিক প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্বারোপ করে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইর্য়ক থেকে আগত মাওলানা মুফতি উবায়েদ উল্লা সাহেব।
নর্থপেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আহসান উদ্দিন ফাহিম সাহেবের পরিচালনায় দোয়া মাহফিলে মন্টগুমারী কাউন্টির মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ স্হানীয় মুসল্লিগণ স্বপরিবারে অংশগ্রহণ করেন ।মাহফিলে মরহুম আশরাফ আলী সরদার সহ মুসলিম সম্প্রদায়ের সকল বিদেহী রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
মন্টগুমারি কাউনটির বাংগালী কমিউনিটির নীরব সমাজসেবক মোঃ আশরাফ আলী সরদার গত ৯ ফেব্রুয়ারি,২০২৫ সকাল ১১:০৮ মিনিটে টেম্পল ইউনিভার্সিটি হাসপাতালে দীর্ঘ ১০ মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মোহাম্মদ আশরাফ আলী সরদারের মৃত্যুতে নর্থপেন মসজিদের পক্ষে শোক প্রকাশ করেন মসজিদ পরিচালনা কমিটির আমীর আফজাল সাহেব,সিনিয়র খাদেম জনাব শামসুল হুদা,সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা,বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, সিনিয়র খাদেম শাহ মোহাম্মদ শরীফুল ইসলাম,টেক্স কনসালটেন্ট মোহাম্মদ ইকবাল হোসেন, গাজী রাজ্জাক,আব্দুর রাজ্জাক,মোহাম্মদ হাফিজুর রহমান,মোহাম্মদ খায়রুল হেলাল,হারুনুর রশীদ,নজরুল ইসলাম।
সামাজিক নেতাদের মধ্যে শোক প্রকাশ করেন-প্রকৌশলী বখতিয়ার চোবহানি, মোহাম্মদ আব্দুল হাই মিয়া,হারুনুর রশিদ, মোহাম্মদ আলী,মিজানুর রহমান চৌধুরী,তৌহিদুর রহমান মজুমদার,সুরুজ্জামান খান,মোহাম্মদ আবদুল্লাহ মানিক,এটিএন বাংলার স্হনীয় প্রতিনিধি মোহাম্মদ মফিজুল ইসলাম,শাহ বকুল,হেলাল ভূঁইয়া,জহিরুল ইসলাম বাবলু,এমডি আলম রানা,আনোয়ারুল হক টিপু, কায়সার রিজভী,আবু সাইদ খান,ইকবাল হোসেন চৌধুরী,লাভলু মিয়া,মোহাম্মদ পলাশ,মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মারুফ, আলাউদ্দিন বেপারী, জাকির হোসেন,মাজেদ রাজ্জাক বাবু,মাসুদের রহমান।
হ্যাটফিল্ড জামে মসজিদের পক্ষে শোক প্রকাশ করেন- ইমাম হাফেজ মাওলানা ড.রাওয়া হোসেন,সভাপতি মোহাম্মদ শাহরিয়ার কবির শেলী, প্রতিষ্ঠাতা সভাপতি- রফিকুল ইসলাম মুকুল,সাবেক সভাপতি-মোহাম্মদ আব্দুর রাজ্জাক ,সহ-সভাপতি ড.মোহাম্মদ মাজহার সরকার,সেক্রেটারি- মোহাম্মদ রেজাউল করিম,সাবেক সেক্রেটারি-মোহাম্মদ আব্দুল মান্নান,আব্দুল আউয়াল,সাবেক যুগ্ম সচিব-মোহাম্মদ ছানাউল্লাহ ছানা,মোহাম্মদ আলম,সেলিম রেজা, এডভোকেট হাফিজুর রহমান বুলবুল,হাটফিল্ড টাউনশিপ কমিশনার শহিদুল পার্থ(রুহান খান)এবং চ্যানেল আমেরিকা বাংলা’র সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ লোকমান হোসেন রাজু প্রমুখ।