প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১:৪৪ পিএম (ভিজিটর : )
দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সবশেষ বেতন পেয়েছেন ২০২৪ সালের ডিসেম্বরে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন আকটে ছিল। মার্চে এসে তাদের জানুয়ারি মাসের বেতন দেওয়া শুরু করেছে সরকার।
বুধবার (৫ মার্চ) দেশের অনেক শিক্ষক-কর্মচারী বেতন তাদের জানুয়ারি মাসের পেয়েছেন বলে জানা গেছে। তবে ফেব্রুয়ারির বেতন কবে নাগাদ দেওয়া শুরু হবে, তা এখনও নির্ধারণ হয়নি। অপরদিকে, নিজেদের তথ্য সংশোধন না হওয়ায় গত ডিসেম্বরের বেতন এখনও পাননি অনেক শিক্ষক-কর্মচারী।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জানুয়ারি মাসের বেতন দেওয়া হচ্ছে আজ থেকে। যাদের তথ্য ঠিক আছে, তারা সাবাই বেতন পেয়ে যানে। তবে এখনও যেসব শিক্ষক-কর্মচারীর তথ্য সংশোধন হয়নি— তাদের তথ্য সংশোধন হলেই বেতন পাবেন। বেতন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কিন্তু মেজর ভুল থাকায় কিছু বাদ থাকছে। আমরা ভুল সশোধন করছি।’
জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের মিল না থাকাসহ বিভিন্ন তথ্য ভুল থাকায় তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। ছোটখাটো ভুল থাকলেও সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ তথ্য ভুল থাকায় বেতন ছাড় করা যায়নি অনেক শিক্ষক-কর্মচারীর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের বেতন শেষ করেই ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
শিক্ষকরা জানান, ইএফটির মাধ্যমে বেতন দেওেয়ার কারণে জানুয়ারি মাসের বেতন পেতে দেরি হলো। ফেব্রুয়ারি মাসের বেতন কবে পাবেন তার নিশ্চয়তা নেই।
শিক্ষকরা অভিযোগ করেন, ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (ইএমআইএস) কারণে বেতন দুই মাস ধরে ঝুলে ছিল। তারা বিষয়টিতে গুরুত্ব দিলে বেতন পেতে শিক্ষকদের ভোগান্তি হতো না। তবে ইএমআইএস থেকে আগেই জানানো হয়, শিক্ষকদের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নামের ভুলসহ বিভিন্ন ভুল সংশোধন করতে গিয়ে বেতন দিতে দেরি হয়েছে।
এদিকে বুধবার (৫ মার্চ) ইএফটি মডিউলে তথ্য সংশোধন করার জন্য আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এতে বলা হয়েছে, স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধান আগামী ২০ মার্চের মধ্যে আবেদন করবেন। উপজেলা থেকে আবেদন পাঠাবেন ৩০ মার্চের মধ্যে, জেলা থেকে আবেদন পাঠাবেন ১০ এপ্রিলের মধ্যে। আর আঞ্চলিক উপরিচালক আবেদন পাঠাবেন ২০ এপ্রিলের মধ্যে এবং ২৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ২৭ এপ্রিল অনুমোদন দেবে।
কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান আবেদন করবেন সর্বশেষ ২০ মার্চের মধ্যে, আঞ্চলিক উপরিচালক আবেদন পাঠাবেন একই দিন ২০ মার্চ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর আবেদন অনুমোদন দেবেন ২৭ মার্চ।
এই সময়ের মধ্যে সব তথ্য সংশোধন হলে ডিসেম্বরের বেতনসহ বকেয়া সব বেতন পাবেন শিক্ষক-কর্মচারীরা। তবে ইএফটি মডিউলে যাদের তথ্য সংশোধন হবে না, তাদের বেতন বন্ধ থাকবে।