প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৫:৩৮ এএম (ভিজিটর : )
জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবারের গুণগত মান বাড়াতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। গত ২৪ ফেব্রুয়ারি অর্থ বিভাগ থেকে বরাদ্দ বাড়ানোর জন্য পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি হাসপাতালে নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (৫ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২ মার্চ বরাদ্দ বাড়ানোর একটি চিঠি ইস্যু করা হয়। তাতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহাদাত হোসেন কবির।
মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও ভর্তি হওয়া রোগীদের খাবারের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তাদের পথ্য (রোগীর খাবার) বাবদ জনপ্রতি বর্তমান বরাদ্দ ১৭৫ টাকার পরিবর্তে ২৫০ টাকায় উন্নীত করার বিষয়ে অর্থ বিভাগ থেকে সম্মতি পাওয়া গেছে।
তবে শর্ত হচ্ছে, এ বিষয়ে আবশ্যিক সব বিধিবিধান ও আর্থিক নিয়মাবলি যথাযথভাবে পালন করতে হবে। প্রশাসনিক মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ (জি.ও) জারির তারিখ থেকে এটি কার্যকর হবে।
রোগীপ্রতি দৈনিক ২৫০ টাকা বরাদ্দ অন্য কোনও ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহার করা যাবে না এবং রোগীপ্রতি দৈনিক ২৫০ টাকা বরাদ্দ আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠিতে জানায়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে উল্লিখিত শর্তাবলি যথাযথ অনুসরণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, ২০২২ সালে সরকার এক পরিপত্র জারি করে রোগীদের খাবারের বরাদ্দ ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা করে। এই টাকায় রোগীদের তিন বেলা খাবার দেওয়া হয়। অর্থ বিভাগের চিঠিতে এই বরাদ্দ শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য স্বাস্থ্য বিভাগের প্রস্তাব ও বাজার দর বিবেচনায় বাড়ানোর কথা বলা হয়েছে।