বাংলা উর্দু English
 শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
বাংলা উর্দু English
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
শিরোনাম: বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র      বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা চূড়ান্ত       ফাঁকা ঢাকার সড়ক অটোরিকশার দখলে      চীনের কাছ থেকে মিললো ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি      যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ভূমিকম্প: বিপর্যস্ত জনজীবনে নতুন আঘাত      বেরোবির সব আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ      ফাঁকা হচ্ছে ঢাকা: টানা ৯ দিনের ঈদের ছুটি শুরু      
বাংলাদেশ
এক যুগেও মেলেনি ত্বকী হত্যার বিচার, এখনও আশাবাদী পরিবার
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১:০৭ এএম  (ভিজিটর : )
দীর্ঘ এক যুগ আগে এই দিনে (৮ মার্চ) মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। আলোচিত সেই হত্যা মামলায় দীর্ঘ ১২ বছরেও চার্জশিট জমা দেয়নি তদন্তকারী সংস্থা র‍্যাব। তবে গত ৫ আগস্টের পরে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এতে নতুন করে আশার আলো দেখছেন নিহতের স্বজনসহ সংশ্লিষ্টরা।

জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ বিকালে সুধীজন পাঠাগারে যাওয়ার পথে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী নিখোঁজ হন। এর দুই দিন পর ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর খালের পাড় থেকে পুলিশ ত্বকীর লাশ উদ্ধার করে। ওই রাতেই ত্বকীর বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আসামি অজ্ঞাত উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন এবং ১৮ মার্চ জেলা পুলিশ সুপারের কাছে ত্বকী হত্যার জন্য এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ, জেলা ছাত্রলীগ সহসভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাত বিন ওসমানের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অবগতিপত্র দেন।


তবে ২৪ মার্চ শামীম ওসমান সংবাদ সম্মেলন করে বলেন, ত্বকী নিখোঁজ ও লাশ উদ্ধারের সময়ে তিনি ও তার ছেলে অয়ন দেশের বাইরে ছিলেন।


ওই সময় অভিযুক্ত রিফাত বিন ওসমানকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে নিহতের বাবা রফিউর রাব্বির আবেদনে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ২০ জুন আনুষ্ঠানিকভাবে র‌্যাবের কাছে মামলা হস্তান্তর করা হয়। র‌্যাব পরে ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ভ্রমর, তায়েব উদ্দীন জ্যাকি ও সালেহ রহমান সীমান্ত নামের চার জনকে গ্রেফতার করে। এ চার জনের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও শওকত হোসেন ভ্রমর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরা সবাই এখন জামিনে আছেন।

ওই বছরের ৭ আগস্ট ওই সময়ের র‌্যাব কর্মকর্তা আরিফ হোসেন, এম এম রানাসহ র‌্যাবের কয়েকজন শহরের আল্লামা ইকবাল রোডে আজমেরী ওসমানের মালিকানাধীন ‘উইনার ফ্যাশন’-এ অভিযান চালিয়ে রক্তমাখা জিনস প্যান্ট, পিস্তলের বাট ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করে। অভিযানের সময়ে অফিসের দেয়াল, সোফা, আলমারিসহ আসবাবপত্রে অসংখ্য বুলেটের দাগ পাওয়া যায়। আজমেরী ওসমান সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা ও প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে।

২০১৪ সালের ৬ মার্চ তৎকালীন র‌্যাবের সহকারী মহাপরিচালক (এডিজি) জিয়াউল আহসান ঢাকাতে সংবাদ সম্মেলনে করে জানান, তদন্তে সন্দেহভাজন হিসেবে ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমানসহ ১১ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। ত্বকী হত্যায় অংশ নেওয়া বাকি ১০ জন হলেন রাজীব, কালাম শিকদার, মামুন, অপু, কাজল, শিপন, জামশেদ হোসেন, ইউসুফ হোসেন ওরফে লিটন, সুলতান শওকত ওরফে ভ্রমর ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকি। কে কখন কীভাবে ত্বকীকে অপহরণ করে হত্যা করেছে র‌্যাব তার বর্ণনা দিয়েছিলেন। এরপর নাটকীয়ভাবে থমকে যায় মামলার তদন্ত।

এদিকে গত ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর র‍্যাব আবার নড়েচড়ে বসে। আজমেরীর সহযোগী সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুন, কাজল হাওলাদার, আজমেরীর গাড়িচালক মোহাম্মদ জমশেদ ও পারভেজ গ্রেফতার হয়। এর মধ্যে মামুন মিয়া হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়েছে। বাকিরা জেলে। কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ত্বকীর মামলার আইনজীবী প্রদীপ ঘোষ বাবু বলেন, ‘শুরুতে মামলার পুরো বিষয়টি থমকে যায়। এ কারণে ২০১৮, ২০২০, ২০২১ ও ২০২৩ সালে আদালতে দরখাস্ত দিয়েছিলাম যে, ১৬৪ ধারার জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের দ্রুত গ্রেফতার এবং অভিযোগপত্র দাখিলে তদন্ত কর্মকর্তা র‌্যাবকে নির্দেশ দেওয়ার জন্য। তখন আদালত তাগিদ দিলেও অভিযোগপত্র আজও দাখিল করেনি।’

নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘ত্বকী নিহতের এক বছরের মাথায় র‌্যাবের তদন্তে সব বেরিয়ে এসেছিল। ওসমান পরিবারের টর্চার সেলে ত্বকীকে কীভাবে হত্যা করে শীতলক্ষ্যায় লাশ ফেলেছে তা সবই সংবাদ সম্মেলনে জানিয়েছিল তৎকালীন র‌্যাব কর্মকর্তা। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দিলে এই মামলার সব কার্যক্রম থমকে যায়। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে এই মামলায় ৬ জনকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের কর্মকাণ্ডে আমরা আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘১২ বছর বিচারের জন্য অপেক্ষা করেছি। এখন তাড়াহুড়া করে ত্রুটিপূর্ণ অভিযোগপত্র হোক, তা চাই না। আমরা সুষ্ঠু অভিযোগপত্র চাই।’ 

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘মামলাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এ মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় ত্বকীর বাবার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনিও আমাদের সহযোগিতা করছেন। তদন্ত শেষ হলে আমরা চার্জশিট দিয়ে দেবো। তবে কবে নাগাদ মামলার চার্জশিট দেওয়া হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।’

বিগত আওয়ামী লীগ আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ফলে ত্বকী হত্যার তদন্তকাজ থমকে গেছে বলে নিহত ত্বকীর বাবা অভিযোগ করছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি অভিযোগ করেছেন এটা তার কাছে জিজ্ঞাসা করলে ভালো হয়। আমি নতুন এসেছি আমার এ বিষয়ে ধারণা নেই।’
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
আলোচনায় ইউনূস-মোদি বৈঠক
অ্যাতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ তৈরির সময় পড়ে ২ জনের মৃত্যু
একাত্তরের ২৫ মার্চের অন্ধকার রাতের নৃশংসতার ফিরে আসা: ড. ইউনূসের শাসনে আগস্ট ২০২৪

সর্বাধিক পঠিত

শেখ মুজিব একটি দেশ, একটি জাতি-রাষ্ট্রের স্রষ্ঠা
সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আ.লীগ কেন রাজনীতি করতে পারবে না, প্রশ্ন রিজভীর
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ভূমিকম্প: বিপর্যস্ত জনজীবনে নতুন আঘাত
চীনের কাছ থেকে মিললো ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি
হাসনাতের সঙ্গে দ্বিমত পোষণ করে ক্যান্টনমেন্ট প্রসঙ্গে যা বললেন সারজিস

বাংলাদেশ- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝