বাংলা উর্দু English
 বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
বাংলা উর্দু English
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা চূড়ান্ত       ফাঁকা ঢাকার সড়ক অটোরিকশার দখলে      চীনের কাছ থেকে মিললো ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি      যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ভূমিকম্প: বিপর্যস্ত জনজীবনে নতুন আঘাত      বেরোবির সব আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ      ফাঁকা হচ্ছে ঢাকা: টানা ৯ দিনের ঈদের ছুটি শুরু      চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্ৰধান উপদেষ্টার বৈঠক      
প্রবাস
ওয়ান-ইলেভেনে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকা সঠিক ছিল না: সাবেক মার্কিন কূটনীতিক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১০:১৬ পিএম  (ভিজিটর : )
ঢাকায়
 সফররত সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ২০০৭-০৮ সালে ওয়ান-ইলেভেনে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকায় ত্রুটি ছিল। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক সংকটের এই সময়টায় মার্কিন সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর যথেষ্ট মনোযোগ দেয়নি।

তবে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থনে অতীতের ভুল থেকে শিক্ষা নিচ্ছে।


শনিবার (৮ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘ঢাকার এক নতুন ভোর: গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা নেভিগেট করা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।


সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনায় বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামও অংশগ্রহণ করেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ড্যানিলোভিচ বলেন, সিদ্ধান্তটি কেবল বাংলাদেশের জনগণের ওপর নির্ভরশীল।

তিনি বলেন এটি এমন একটি প্রশ্ন যার উত্তর বাংলাদেশের জনগণকে দিতে হবে। আমি স্বীকার করি, আমার কাছে এটিই বাংলাদেশে এখন সবচেয়ে কঠিন প্রশ্ন।

জবাবদিহির বিষয়ে জন এফ ড্যানিলোভিচ বলেন, নির্বাচনে অংশগ্রহণই জবাবদিহির একমাত্র পরিমাপ নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রক্রিয়া এবং ব্যক্তিদের জবাবদিহি করার জন্য আইনি ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় ড্যানিলোভিচ জোর দিয়ে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কৃতিত্ব কেবল বাংলাদেশের জনগণের। কারণ এই আন্দোলনটি সম্পূর্ণ রূপে স্বদেশেই সৃষ্ট হয়েছিল। যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।

সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং ড্যানিলোভিচ বাংলাদেশে গণতন্ত্রের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন এবং এদেশের গণতান্ত্রিক উন্নয়নকে সমর্থন দিতে আন্তর্জাতিক অংশীদারত্ব এবং নীতিগত পদ্ধতির গুরুত্বের ওপর জোর দেন।

মাইলাম বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা তুলে ধরেন।

তিনি বলেন, তারা আমেরিকান জনগণকে বাংলাদেশের গণতান্ত্রিক পথ সম্পর্কে অবহিত করার জন্য একটি ছোট সংগঠন তৈরি করেছেন। গত পাঁচ বছরে তহবিল সংগ্রহ করেছেন এবং এই উদ্যোগকে সমর্থন করে চলেছেন।

আবার বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করে উইলিয়াম বি মাইলাম বলেন, ভিসা বিধিনিষেধের কারণে তিনি গত এক দশক ধরে এদেশ ভ্রমণ করতে পারেননি।

ড্যানিলোভিচ গণতান্ত্রিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে বলেন, ১৯৭১ সাল থেকে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির ধারাবাহিকতা রয়েছে।

তিনি বাংলাদেশে ক্ষমতাসীন দলগুলোর মধ্যে জবাবদিহির অভাবকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হিসেবে চিহ্নিত করেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের বিকাশের জন্য শক্তিশালী বেসামরিক-সামরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্তৃত্ববাদী শাসন কখনই গণতান্ত্রিক শাসনের জন্য সহায়ক নয়।

ড্যানিলোভিচ মন্তব্য করেন, বাংলাদেশ বর্তমানে একটি ‘তথ্য যুদ্ধ’ চ্যালেঞ্জের মুখোমুখি এবং মার্কিন সরকার মিডিয়া চালিত ভুল তথ্য মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে।

সাবেক এই মার্কিন কূটনীতিক বাংলাদেশের নির্দিষ্ট ব্যক্তিদের জন্য মার্কিন অর্থায়ন সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে দ্বিপাক্ষিক সম্পর্ক অস্থিতিশীল করার চেষ্টাকারী গোষ্ঠীগুলোর দ্বারা প্রচারিত বিভ্রান্তিকর প্রচেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন।

সেন্ট মার্টিন দ্বীপে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মার্কিন সামরিক তৎপরতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ড্যানিলোভিচ এই ধরনের দাবিকে বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া ভিত্তিহীন গুজব বলে অভিহিত করেন।

তিনি সাবেক আওয়ামী লীগ সরকারকে তাদের দুর্নীতি ও অনিয়ম ঢাকতে বিদেশি দেশগুলোর বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেন।

ড্যানিলোভিচ জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের তহবিল নীতিগুলোকে বাংলাদেশের চলমান সংস্কারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।

তিনি একটি সক্রিয় নাগরিক সমাজের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের উচিত গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং প্রশাসন সংস্কারে সেগুলো ব্যবহার করা।

আলোচনায় প্রাতিষ্ঠানিক ও আর্থিক সহায়তার মাধ্যমে জবাবদিহি বৃদ্ধিতে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও আলোকপাত করা হয়।

দুই বক্তা গণতন্ত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। ড্যানিলোভিচ বলেন, গণতান্ত্রিক আলোচনাকে শক্তিশালী করতে গণমাধ্যমের প্রভাবকে উপেক্ষা করা যায় না এবং নাগরিক সাংবাদিকতাকে উৎসাহিত করা উচিত।

প্রশ্নোত্তর পর্বে রাষ্ট্রদূত মাইলাম এবং ড্যানিলোভিচ ছাত্র, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন। তারা বাংলাদেশ-মার্কিন সম্পর্ক এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ সম্পর্কে বিশদ আলোচনা করেন।

বাংলাদেশে বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সূত্র: বাসস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

একাত্তরের ২৫ মার্চের অন্ধকার রাতের নৃশংসতার ফিরে আসা: ড. ইউনূসের শাসনে আগস্ট ২০২৪
এবার শুল্ক আরোপে পিছপা হবেন না ট্রাম্প: হোয়াইট হাউজ
আন্দোলনে ফিরবেন বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা
বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা চূড়ান্ত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও দুর্ঘটনায় ৮ জন নিহত

সর্বাধিক পঠিত

শেখ মুজিব একটি দেশ, একটি জাতি-রাষ্ট্রের স্রষ্ঠা
সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আ.লীগ কেন রাজনীতি করতে পারবে না, প্রশ্ন রিজভীর
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ভূমিকম্প: বিপর্যস্ত জনজীবনে নতুন আঘাত
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
চীনের কাছ থেকে মিললো ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি

প্রবাস- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝