প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৫:১১ এএম (ভিজিটর : )
সাভারে ককটেল ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির পর স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ী দীলিপ কুমার দাশকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে ডাকাত দলের সদস্যরা। পরে ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত দীলিপ কুমার দাশ পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর দাশপাড়া মহল্লার দুলাল দাশের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে দীলিপ তার স্বর্ণের দোকান বন্ধ করছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকারে চার জনের একদল ডাকাত দোকানের সামনে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ব্যবসায়ীর হাতে থাকা স্বর্ণের ব্যাগ লুট করে নিয়ে যায় ডাকাতরা।
নিহতের স্ত্রী সরস্বতী বলেন, নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে আমার স্বামীর ‘দিলীপ স্বর্ণালয়’ নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় ডাকাতরা স্বামীকে কুপিয়ে ২০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত ) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় দোকান বন্ধ করার সময় সাদা প্রাইভেটকারে আসা চার জন দীলিপকে এলোপাতাড়ি কোপায় এবং তার স্বর্ণের ব্যাগ লুট করে নেয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।