প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৫:২৯ এএম (ভিজিটর : )
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন নয়াখুররমখলা ও নাজিরেরগাওয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধের পাশপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেখা গেছে পথচারীসহ সাধারণ মানুষদের। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ও উভয়পক্ষের গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
জানা যায়, এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বাজারে গাড়ি পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে মহানগরীর ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সংলগ্ন নয়াখুররমখলা ও নাজিনেরগাওয়ের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে দিন ইফতারের আগ মুহূর্তে টুকেরবাজারের সবজি কেনাবেচার স্থানে গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পরও উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামের মধ্যে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়িয়েছে দুটি গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হন।’