প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:১৯ এএম (ভিজিটর : )
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ ডেটাবেইস নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবহারের অনুমতি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
বুধবার (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার ও ইউএনএইচসিআরের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে সংস্থাটি। এ ডেটাবেইস নির্বাচন কমিশনের কাছে থাকবে এবং কীভাবে ব্যবহার করা হবে তা নির্ধারণে একটি টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে।
হুমায়ুন কবীর জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে। ডেটাবেইস পাওয়া গেলে তাদের শনাক্ত করা সহজ হবে এবং এনআইডি জালিয়াতি রোধ করা সম্ভব হবে।
তিনি জানান, ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী— বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। এসব ডেটাবেইস দ্রুত হস্তান্তর করার বিষয়ে তারা সম্মত হয়েছেন, তবে অনেকগুলো বৈঠক করা লাগবে।
রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা এখন শুধু চট্টগ্রাম অঞ্চলে সীমাবদ্ধ নেই; তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাই ডেটাবেইসটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।