বাংলা উর্দু English
 বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
বাংলা উর্দু English
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা চূড়ান্ত       ফাঁকা ঢাকার সড়ক অটোরিকশার দখলে      চীনের কাছ থেকে মিললো ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি      যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ভূমিকম্প: বিপর্যস্ত জনজীবনে নতুন আঘাত      বেরোবির সব আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ      ফাঁকা হচ্ছে ঢাকা: টানা ৯ দিনের ঈদের ছুটি শুরু      চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্ৰধান উপদেষ্টার বৈঠক      
শিক্ষা
জালিয়াত চক্রের সদস্য মাদ্রাসা শিক্ষকের সনদও জাল
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১২:৪০ পিএম  (ভিজিটর : )
বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদ এবং নিয়োগ সুপারিশ জালিয়াত চক্রে সম্পৃক্ততায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নিজের সনদও ভুয়া। অন্যের সনদে নিজের বাবা-মায়ের নাম বসিয়ে জালিয়াত চক্রের সদস্য মাদ্রাসা শিক্ষক মো. আশরাফুল আলম মাদ্রাসায় চাকরি নেন এবং এমপিওভুক্ত হন। মাদ্রাসা শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানিয়েছে, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনগর দারুল হাদিস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম অন্যের সনদে নিজের বাবা-মায়ের নাম বসিয়ে এবং ভুয়া সুপারিশপত্র তৈরি করে চাকরি নিয়েছিলেন। পরে এমপিওভুক্ত হন তিনি। শুধু তাই নয়, এভাবে শতাধিক জাল সনদে চাকরির ব্যবস্থাও করেছেন তিনি। 


জালিয়াতির এসব ঘটনায় মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহায়তায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাকে ২০২৪ সালে গ্রেফতার করে।


মাদ্রাসা শিক্ষা অধিদফতর বলছে— শিক্ষক নিবন্ধন ও ভুয়া সুপারিশে দেড় শতাধিক শিক্ষকের এমপিও বাতিল করা হয়েছে। ফৌজদারি আইনে মামলাও করা হয়েছে মো. আশরাফুল আলমসহ কয়েক জনের বিরুদ্ধে। মামলা চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে ঢাকার সরকারি মাদ্রাসা-ই আলিয়ার শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম ৩৬ জন শিক্ষকের জাল সনদ শনাক্ত করে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অভিযোগ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওই সময়ের উপপরিচালক মো. জাকির হোসেন তথ্য অনুসন্ধান শুরু করেন এবং তথ্যের সত্যতা পান।


জানতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলমসহ জালিয়াত চক্রের সদস্যরা সনদ জালিয়াতি, ভুয়া সুপারিশপত্র তৈরি করে বিভিন্ন মাদ্রাসায় চাকরির ব্যবস্থা করে দিতেন। চক্রটি নামের মিল সনদধারীদের খুঁজে বের করতেন এবং পিতামাতার নাম বদলে সনদ তৈরি করতেন। মো. আশরাফুল আলমের নিজের সনদও অন্যের সনদে নিজের বাবা-মায়ের নাম বসিয়ে জালিয়াতি করা হয়েছে। এছাড়া ভুয়া শিক্ষক নিবন্ধন তৈরি এবং ভুয়া নিয়োগ সুপারিশ তৈরি করতেন তারা। আমি ৩৬ জনের জাল সনদের তথ্য দিয়েছিলাম মাদ্রাসা শিক্ষা অধিদফতরে।

মাদ্রাসা শিক্ষা অধিদফতর জানায়, ২০২৩ সালে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধি অভিযান পরিচালনার উদ্যোগের অংশ হিসেবে শিক্ষকদের শিক্ষক নিবন্ধন সনদ যাচাই শুরু করা হয়। সনদ যাচাই করতে গিয়ে দেশের বিভিন্ন মাদ্রাসা শিক্ষকদের জাল সনদের তথ্য মেলে।

এনটিআরসিএ এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অফিস আদেশে দেখা গেছে, সনদ যাচাইয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে বিভিন্ন শিক্ষকের সনদ যাচাই চলতে থাকে। এনটিআরসিএ ২০২৩ সালের ১৫ মার্চ মাদ্রাসা শিক্ষা অধিদফতরকে জানায়, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনগর দারুল হাদিস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলমের সনদ জাল।

মূল সনদধারীর নামের সঙ্গে মিল থাকায় মো. আশরাফুল আলম নামের অন্য এক ব্যক্তির সনদ নিজের নামে চালিয়ে দেন। এই সনদে দেখা যায়, রোল নম্বর ৪০১২৪৯০৩, পিতার নাম মো. আব্দুল বাকি এবং মাতার নাম আয়েশা। কিন্তু টোকনগর দারুল হাদিস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলমের পিতার প্রকৃত নাম জসিম উদ্দিন এবং মায়ের নাম পারিনা আকতার।

মাদ্রাসা অধিদফতর থেকে টোকনগর দারুল হাদিস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলমের দেওয়া সনদের রোল নম্বর এবং তার পিতা ও মাতার প্রকৃত নাম উল্লেখ করে সনদ যাচাই করলে এনটিআরসিএ জানায় সনদটি জাল।

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওই সময়ের উপপরিচালক মো. জাকির হোসেন জানান, সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম জাল সনদে চাকরি নেন এবং এমপিওভুক্ত হন। এই ব্যক্তি সনদ জালিয়াত চক্রের মূল তিন জনের একজন। এই ঘটনার পর গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনগর দারুল হাদিস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম তার সনদ সঠিক বলে দাবি করেন। প্রকৃত সনদধারীর নাম এবং এই শিক্ষকের নাম এক হওয়ায় তিনি সনদটি নিজের হিসেবে দাবি করেন। শুধু তাই নয়, এমপিও বাতিলের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেছেন তিনি। দেড় শতাধিক জাল সনদধারীকে একত্রিত করছেন। অভিযোগ রয়েছে, জাল সনদধারীদের জাল সনদ সঠিক প্রমাণ করতে টাকা লাগবে বলেও শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়েছেন।

যেভাবে সন্ধান পায় অধিদফতর

২০২৩ সালে শুদ্ধি অভিযান শুরু হলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়িবাড়ি দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষকের জাল সনদের সন্ধান মেলে। জাল সনদধারী শিক্ষক শফিকুল ইসলাম দাবি করেন, তার সনদ সঠিক। তার দাবি, এনটিআরসিএ ওয়েবসাইটেও তার প্রমাণ আছে। ফলাফল পেয়েছি এনটিআরসিএ মোবাইল নম্বর থেকে।

এই শিক্ষকের সনদসহ অন্যদের সনদ যাচাই করতে গিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদফতর জালিয়াত চক্রের সন্ধান পায়। এই চক্রের তিন সদস্য হলেন— গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনগর দারুল হাদিস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম, কাপাসিয়ার সোহাগপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম আব্দুল্লাহ এবং অন্য একটি প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক সুমন।

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওই সময়ের উপপরিচালক মো. জাকির হোসেন জানতে পারেন— ভুয়া ওয়েবসাইট তৈরি করে ভুয়া নিয়োগ সুপারিশ দিয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করেন এই তিন জন। এছাড়া এনটিআরসিএ’র মোবাইল নম্বরটি ক্লোন করে ফলাফলের ম্যাসেজ দেওয়ার ব্যবস্থা করে দেন তারা। এই তিন জনের মধ্যে দুজনকে ২০২৪ সালের ২ থেকে ৪ জুলাই গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকনগর দারুল হাদিস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম, কাপাসিয়ার সোহাগপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম আব্দুল্লাহসহ তিন জনকে গ্রেফতার করা হয়। আর আইসিটির শিক্ষক হিসেবে পরিচিত সুমনকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতার জালিয়াতচক্রের তিন জনসহ ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে রমনা থানায় অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা মো. নয়ন মিয়া বাদি হয়ে মামলা করেন।

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান বলেন, ‘জাল সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নওয়া হয়েছে। আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমার সব ইচ্ছা তো প্রতিফলিত হয় না। দেখা যাক, আর কতটা করতে পারি।’

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

একাত্তরের ২৫ মার্চের অন্ধকার রাতের নৃশংসতার ফিরে আসা: ড. ইউনূসের শাসনে আগস্ট ২০২৪
এবার শুল্ক আরোপে পিছপা হবেন না ট্রাম্প: হোয়াইট হাউজ
আন্দোলনে ফিরবেন বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা
বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা চূড়ান্ত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও দুর্ঘটনায় ৮ জন নিহত

সর্বাধিক পঠিত

শেখ মুজিব একটি দেশ, একটি জাতি-রাষ্ট্রের স্রষ্ঠা
সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আ.লীগ কেন রাজনীতি করতে পারবে না, প্রশ্ন রিজভীর
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ভূমিকম্প: বিপর্যস্ত জনজীবনে নতুন আঘাত
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
চীনের কাছ থেকে মিললো ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি

শিক্ষা- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝